পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কর্ম্মদেবী । ዓ S সৈন্যের উপর পুত্তের জয়লাভ পর্য্যন্ত আকবরের গতিরোধ তিনি করিতে পরিবেন। এ ভরসা তাহার ছিল । প্রবল পরাক্রান্ত মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহাবীর আকবরের সঙ্গে তিনটি রাজপুত মহিলার এই অপূর্ব সমর প্রবলবেগে চলিতে লাগিল। কিছুকাল পরে কর্ণবতী মোগলের গুলিতে বিদ্ধ হইয়া ধরাশায়িনী হইলেন । কর্ম্মদেবী, একবার, --একবার মাত্র চাহিয়া দেখিলেন,-বালিকা কন্যা মরিল। মরিবার জন্যই আসিয়াছে, মরিয়াছে তায় দুঃখ কি ? আর, দুঃখের এ সময় নহে। কর্ম্মদেবী হাতের বন্দুক দৃঢ় করিয়া ধরিয়া দ্বিগুণ বেগে গুলি চালাইতে লাগিলেন । কিন্তু কতক্ষণ আর দুইটি মাত্র রমণী অল্প সৈন্য লইয়া এমন প্রবল শক্রির সঙ্গে যুঝিতে পারিবেন ? কর্ম্মদেবী ও কমলাবতী উভয়েই আহত হইয়া ভূতলে পড়িলেন। এমন সময় প্রথম দল মোগল সৈন্য পরাজয় করিয়া পুত্ত ‘আকবরকে আক্রমণ করিবার মানসে সেই গিরিপথের সম্মুখে আগমন করিলেন। জননী ভগিনী ও স্ত্রীকে পতিত দেখিয়া সৈন্যগণকে অগ্রসর হইতে বলিয়া তিনি তঁাহাদের নিকটে গমন করিলেন । • O কর্ম্মদেবী ও কমলাবতী তখনো জীবিত। পুত্ত দুজনকে তঁহাদের মাথা কোলে রাখিয়া বসিলেন । কমলাবতী একবার চাহিয়া, একটু হাসিয়া স্বামীর ক্রেগড়ে প্রাণত্যাগ করিলেন। কর্ম্মদেবী অতিকষ্টে শেষ নিশ্বাসের সঙ্গে কহিলেন-“পুত্ত,