পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোধাবাই । Wゲ> রাজপুত পারিষদ ও কর্ম্মচারিগণের পুত্রমহিলারা এই মেলায় কেনাবেচা করিতেন । অশেষ গুণসম্পন্ন হইয়াও মোগল বাদসাহিদের একটি বিশেষ দুর্বলতা হইতে আকবর একেবারে মুক্ত ছিলেন না । তিনিও রূপলালসা ও ভোগবাসনা দমন করিতে পারিতেন না । এই নৌরোজার মহিলামেলায় আকবর ছদ্মবেশে গোপনে থাকিতেন। কোন সুন্দরীর সৌন্দর্য্যে তঁর মন আকৃষ্ট হইলে সম্মান লইয়া সে রমণীর গৃহে ফেরা দুষ্কর হইত। যাহা হউক, একদিন জয়াবতী এই নৌরোজার বাজারে গিয়াছিলেন। একটি অতি কুটিল পথে বাজার হইতে রমণীদিগকে বাহির হইতে হইত। জয়াবতী যখন এই পথে ‘ব্রাহির হইতেছিলেন, তাহার অতুলনীয় সৌন্দর্য্য দর্শনে বাদসহ মুগ্ধ হইলেন। তঁহাকে গৃহে ফিরিতে উদ্যত দেখিয়া আকবর সেই কুটিল পথের পাশে গোপনে রহিলেন।

  • জয়াবতী নিকটে আসিবামাত্র আকবর র্তাহার সম্মুখে পথ অবরোধ করিয়া দাড়াইলেন ।

সহসা সম্রাটুকে এই অবস্থায় সম্মুখে উপস্থিত দেখিয়া জয়াবতী চমকিত হইলেন। জয়াবতী তাহার অভিসন্ধি বুঝিতে পারিলেন । Ao 雷 ভারতের অধীশ্বর বলিয়া,-স্বামী তঁাহার অধীনে বলিয়া, রাজপুতরমণী তেজস্বিনী সতী কি আততায়ী সম্রাটের সম্মুখে ভীত হইবেন ? জয়াবতী একটুও ভীত বা সঙ্কুচিত হইলেন না। বিদ্যুতের মত, বিস্ত্রের মধ্য হইতে র্তার ধর্ম্মরক্ষার শেষ সম্বল