পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

a ( . ) প্রতাপের মৃত্যুর পর, তাহার জ্যেষ্ঠ পুত্র অমর সিংহের রাজত্বকালে আকবরের পুত্র সম্রাট জাহাঙ্গীর, অনেকবার উদয়পুর আক্রমণ করেন। বহুবৎসর। পর্য্যন্ত অমরসিংহ দিল্লীর প্রবল শক্তির বিরুদ্ধে আপনার স্বাধীনতা রক্ষা করিলেন । অনেকবার মোগলসেনা • পরাজিত হইয়া ফিরিয়া আসিল । কিন্তু হাজার হইলেও মিবার ক্ষুদ্র রাজ্য ; এদিকে জাহাঙ্গীর এবং তঁহার অধীন অন্যান্য রাজপুত রাজগণের দৃঢ় পণ, মিবারের রাণাকে দিল্লীর অধীনতা স্বীকার করাইবেন । মিবারের সাধ্য কি, যে, এই শক্তির বিরুদ্ধে চিরদিন আপনার স্বাধীনতা রক্ষা করিতে পারে ? প্রতাপ যে, রাজ্যভ্রষ্ট হইয়াও দীন ভিখারীর মত কঠোর দারিদ্র্যে বনে বনে, পর্বতে পর্বতে, সপরিবারে অসহনীয় কষ্টেট দিন কাটাইয়াছেন, তথাপি মোগলের অধীনতা স্বীকারে রাণাকুলে কলঙ্ক আনেন নাই,-বীর হইলেও, অমরসিংহের চরিত্রে পিতার এই দৃঢ়তা ছিল না। যতদিন কোনও মতে সম্ভব ছিল, মোগলের সঙ্গে যুদ্ধ করিয়াছেন। কিন্তু ক্রমাগত যুদ্ধে যখন তিনি একেবারে শক্তিহীন হইয়া