পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

gडांदर्डी । মহিষীও যোধপুরের এক রাজকন্যা ছিলেন। বৃদ্ধকাল পর্যন্তও মোগল সম্রাটগণের বিবাহে অরুচি ছিল না। রাজপুতনী বা মুশলমানী কোন স্থানে কোন সুন্দরীর সন্ধান পাইলেই তঁহাকে র্তাহারা বিবাহু করিতে প্রয়াসী হইতেন। প্রভাবতীর রূপের খ্যাতি দিল্লীতে পৌছিল। সুতরাং বয়োবৃদ্ধ হইলেও সম্রাটের সাধ হইল তাহাকে বিবাহ করেন। তঁহার বেগম হইবার, জন্য অবিলম্বে দিল্লীতে প্রেরণ করিতে আদেশ করিয়া ঔবঙ্গজেব রূপনগরে একদল সৈন্য প্রেরণ করিলেন। মারবার অম্বর প্রভৃতি বড় বড় রাজপুত রাজ্যের রাজাও মোগলের ঘরে কন্যা দিয়াছেন। ইহাদের তুলনায় রূপনগরের রাজা বিক্রম শোলাঙ্কি অতি সামান্য রাজা । সুতরাং ইহাতে তঁহার বিশেষ অবমাননা নাই। মনে মনে কিছু ঘৃণা বোধ করিলেও, আপত্তি করিবার উপায় নাই। কারণ,-মোগলের ক্রোধানলে মুহূর্ত্তে রূপনগর ভস্মীভূত হইবে। বিক্রম দিল্লীতে কন্যা পাঠাইতে প্রস্তুত হইলেন। কিন্তু প্রভাবতীর হৃদয় রাজপুতবালার মহত্ত্ব ও তেজস্বিতীয় পূর্ণ ছিল। হিন্দুর কন্যা হইয়া, পবিত্র রাজপুতকুলে জন্মিয়া, বিধর্ম্মী মোগলের বিলাসসম্ভোগের জন্য দেহ সমৰ্পণ করিবেন, এই চিন্তায় ও ঘূণায় তাহার মরিয়া যাইতে ইচ্ছা হইতে লাগিল। দিল্লীশ্বরী হইবার প্রলোভনও বিন্দুমাত্রও এই ঘূণা তাহার প্রাণ হইতে দূর করিতে পারিল না। মনে মনে তিনি সংকল্প করিলেন, পিতা যদি নিতান্তই তার মনের দিকে না।