পাতা:আলালের ঘরের দুলাল.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ১১২ ]

গণ্ড গ্রাম বলাগোড়, রামা সবে পেতে গড়,
ইঙ্গিতে ভঙ্গিতে করে ঠাট্টা।
বাবুরাম ছট্‌ফট্‌, দেখে বড় সুসঙ্কট,
ভয় পান পাছে লাগে বাঁট্টা!
দর্পণ সম্মুখে লয়ে, মুখ দেখে ভয়ে ভয়ে,
রামা সবে কেন দেয় বাধা।
চুল গুলি ঘন বাঁধে, হাত দিয়া ঠক কাঁধে,
হৃষ্ট মনে চলয়ে তাগাদা।
পিছলেতে লণ্ডভণ্ড, গড়ায় যেন কুষ্মাণ্ড,
উৎসাহে আহ্বাদে মন ভরা।
পরিজন লােক জন, দেখে শমন ভবন,
কাদা চেহলায় আদ মরা।
যেমন বর পৌঁছিল, হাড়কাটে গলা দিল,
ঠক আশা আসা হল সার।
কোথার বা রূপা সােণা, সােণা মাত্র হল শােনা,
কোথায় বা মুকতার হার।
ঠক করে তেরি মেরি, দন্দ্বোজ বাধায় ভারি,
মনে রাগ মনে সবে মারে।
স্ত্রী আচারে বর যায়, ঝুনু ঝুনু রামা ধায়,
বর দেখে হাক থুতে সারে।
ছি ছি ছি, এই ঢোষ্কা কি ঐ মেয়েটির বর লাে। 
পেট্টা লেও, ফোগ্লারাম, ঠিক আহ্লাদের বুড় গো। 
চুল গুলি কিবা কাল, মুখখানি তোবড়া ভাল, নাকেতে 
চস্‌মা দিয়া, সাজলাে জুজুবুড় গাে।
মেয়েটি সােণার লতা, হায় কি হল বিধাতা, কুলীনের 
কর্ম্ম কাণ্ডে, ধিক ধিক ধিক লাে।
বুড় বর জ্বরজ্বর, থর্‌থর্‌ কাঁপিছে।
চক্ষুকট্‌মট্‌ সট্‌সট্‌ করিছে।