পাতা:ইং ১৮৫১ সালের খ্রীষ্টীয় পঞ্জিকা.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• Xసి বাৰুইপুরের মণ্ডলী। ড্রিবর্গ (সি ই) সাহেব অধ্যক্ষ। ধর্ম্মঘোষক সিমিয়ন প্যারি । , এতৎসম্পৰ্কীয় ধনঘট মিশনের অধ্যক্ষ ড্রিবর্গ (জে জি) সাহেব ও হ্যারিসন সাহেব । ধর্ম্মঘোষক হিগস্ সাহেব এব^ শ্রীকালীমোহন নাথ । তদধীন ১০ জন পাঠক আছে। এই স্থানসম্বকীয় নূ্যনাধিক ৬১০ জন খ্রীষ্টীয়ান, তন্মধ্যে ২২০ জন মণ্ডলী ভূক্ত হইয়াছে। খ্রীষ্টীয়ান স্কুলে ২৭ জন, ইNরাজী স্কুলে ৬০ জন এব^ শালিকিয়া নামক গ্রামের পাঠশালায় ৭০ জন বালক বিদ্যাভ্যাস করিতেছে। বালেশ্বরের মণ্ডলী। বাচিলর সাহেব অধ্যক্ষ । কোলি সাহেব মিশনরি। এতদেশীয় ২ জন ধর্ম্মঘোলক আছে। এই স্থানে সর্ব্বগুদ্ধ ৬৫ জন গ্রীষ্টীয়ান, ও তন্মধ্যে ১১ জন মণ্ডলীতে ভূক্ত আছে। বালকদের বোর্ডি৯ স্কুলে ২০ জন, ও বালিকাদের স্কুলে ৩০ জন, এৰ৯ সাধারণ স্কুলে ২ জন বালক পাঠ করে। ভবানীপুরের মণ্ডলী। মলেনস সাহেব অধ্যক্ষ। পাটর্সন সাহেব এবং স্তরে সাহেব মিশনরি। ঐীরামচন্দ্র ধর্ম্মঘোষক । সর্ব্বশুদ্ধ ৯০ জন গ্রীষ্টীয়ান, কিন্তু মণ্ডলী ভূক্ত ১৯ জন আছে। ৩ পাঠশালায় ১৭০ জন বালক পড়িতেছে, তন্মধ্যে সোনাইর ও শার্টবাজারের পাঠশালার অধ্যক্ষ পার্কর সাহেব । খ্রীষ্টীয়ান ইনষ্টিটিউষণ নামক স্কুলে ৬০৫ জন বালক ই^রাঙ্গী বিদ্যাভ্যাস করে, ইহার অধ্যক্ষ মলেনস সাহেব, পাকর সাহেব, এব^ স্তরে সাহেল, তদধীন জৈস সাহেব, ও টমসন সাহেব, এল৭