পাতা:ইং ১৮৫১ সালের খ্রীষ্টীয় পঞ্জিকা.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

»Xፃ ̇ এতদেশীয় ১৪ জন শিক্ষকতা কর্ম্মে নিযুক্ত আছেন। বহি গ্রামস্থ খ্রীষ্টীয়ান ৭ জন বালক ঐ স্কুলে নিয়ত বাস করিয়া শিক্ষা করিতেছে। অপর অনাথ ও গ্রীষ্টীয়ান বালিকাদের পাঠশালায় ৩২ জন বিদ্যাতে ও সূচী কর্ম্মে শিক্ষিত হইতেছে। ইহার কত্রী শ্রীমলেন্স সাহেবের মেম | বালিগঞ্জের স্কুলে নূ্যনাধিক ১১০ জন বালক এব^ বেহালার স্কুলে ১০০ জন ই^রাজী ও বাঙ্গালী বিদ্যাভ্যাস করে । ভল্লবপুরের মণ্ডলী । লিঙ্কে সাহেব অধ্যক্ষ । ধর্ম্মোপদেশক ঐলুক। ৪ জন পাঠক । সর্ব্বশুদ্ধ ৬৪৪ জন খ্রীষ্টীয়ান, তন্মধ্যে ৪৯ জন মণ্ডলীতে ভূক্ত হইয়াছে। গুীষ্টীয়ান বালিকাদের স্কলে ৬০ জন, এল৭ খ্রীষ্টীয়ান বালকদের স্কুলে ৪০ জন,এব^ং বাঙ্গালাপাঠশালাতে ১৪০ হিন্দু বালকগণ পাঠ করে। বালিকাদের স্কুলের অধ্যক্ষ মিস সেরা হুইটকোম । - মগরহাটের মণ্ডলী। মূর সাহেব অধ্যক্ষ । ৭ জন এতদেশীয় পাঠক, সব্বশুদ্ধ প্রায়ঃ ১০০ জন গুীষ্টীয়ান, তন্মধ্যে ১৯৬ জন মণ্ডলী ভূক্ত আছে। এ তথ সল্পকীয় ১৫ গ্রাম, ৪ গীৰ্জ্জাঘর ও ৩ পাঠশাল। তাছে । মলয়াপুরের মণ্ডলী। অধক্ষ্য পিয়র্স সাহেব । প্রচারক প্রকাশীনাথ বর । এই গ্রামে সর্ব্বশুদ্ধ ২৫ জন খ্রীষ্টীয়ান লাল করে । তন্মধ্যে মণ্ডলী ভূক্ত ৭ জন আছে। তৎসম্বকীয় পাঠশালাতে ৫০ জন বালকগণ পাঠ করে ।