পাতা:ইং ১৮৫১ সালের খ্রীষ্টীয় পঞ্জিকা.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e 3e হিমালয় শ্রেণির মধেr ধবলগিরি নামে যে অতি প্রসিদ্ধ পৰ্বত, তাহার উচ্চতা ২। ক্রোশের কিঞ্চিৎ অধিক মাত্র, কিন্তু তদপেক্ষা পুখিৰীস্থ অন্য কোন পৰ্বত উচ্চ মহে । আকাশের সষ্টিকর্ত্ত পরমেশ্বর, অর্থাৎ যে ঈশ্বর পৃথিবীকে সৃষ্টি করিয়া প্রস্তুত করিলেন. ও তাহার স্থাপন করিলেন, ও তাছাতে যেন ৰ পত্তি হয়, এই নিমিত্তে তাহার সৃষ্টি করিলেন তিনি কছেন, কেবল আমিই পরমেশ্বর ; আমাৰ তিরেকে আর কেহ নাই । যিশ ৪৫ । ১৮ । ৭ চন্দ্রের বিষয় । পৃথিবীহইতে চন্দ্র ১২০০০০ এক লক্ষ বিশ সহস্র ক্রোশ দুরে আছে; তাহার বJাস ১••• ও পরিধি ৩১৫• ক্রোশ। সে স্বয়” আলোকজনক নহে, কিন্তু সূয্যের কিরণদ্বার। দেদীপ্যমান হইয়। পৃথিবীতে দীপ্তি প্রদান করে। যত কালে পৃথিবী সূর্য্যকে একবার বেষ্টন করে, তত কালে চন্দ্র নিজপথে পৃথিবীকে প্রায় ১৩ বার বেষ্টন করে ; তাহাতে ২৭ দিবস ৮ ঘণ্টার মধ্যে চন্দ্রের এক বেষ্টন সমাপম হয়। আর সেই সময়েতেও আপন কীলকে একবার মাত্র ঘুরে ; এই হেতুক চন্দ্রের উভয় পাশ্ব দৃশ্য ন হইয়। কেবল এক দিক মাত্র দেখা যায়। হে পরমেশ্বর, তোমার আঙ্গলিদ্বার নির্ম্মিত যে আকাশ, ও তোমার স্থাপিত যে চন্দ্র ও তারাগণ, তাহা নিরীক্ষণ করিলে বলি, মনুষ্য কে, ষে ভূমি তাহাকে স্মরণ কর ২ এৰ মনুষ্যসন্তানই বা কে, মে তাহার তত্ত্বাবধারণ কর ? ৮ গীত । ৩, ৪ ।