পাতা:ইং ১৮৫১ সালের খ্রীষ্টীয় পঞ্জিকা.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᎭ দিনারম্ভ নির্ণয় করণ। ইংরাজী লোকেরা দুই প্রহর রাত্রি অবধি অপর দুই প্রহর রাত্রি পর্যন্ত, এবং হিন্দুর সূর্যের এক উদয় অবধি অপর উদয় পর্যস্ত ও মুসলমানের সূর্যের এক অন্ত অবধি অপর অস্ত পর্যfন্ত অর্থাৎ তিন জাতীয়েরা এই তিন প্রকারে প্রতি দিবসের পরিমাণ নির্ণয় করিয়াছেন। যথা সপ্তাহের প্রথম দিবসের আরম্ভ মুসলমানের শনিবারের সন্ধfাকালাবধি, আর ইদ্রাজের শনিবারের দুই প্রহর রাত্রি সময়বেধি, এবং হিন্দুগণ রবিবারের প্রাতঃ কালাবধি গণনা করেন। , সাবন ও চান্দু দিনাদির বিষয়। হিন্দুদের শাস্ত্রানুসারে সূর্যের এক উদয় অবধি অপর উদয় পর্যfন্ত যে দিন, তাহাকে সাবন দিন কহা যায়। যে কোন দিন অবধি ঐ ৰূপ ৩০ সাবন দিনে এক সাবন মাস হয়। ১২ সাবন মাসে এক সাবন বৎসর * হয়। তাহাতে সাবন বৎসরে কেবল ৩৬০ দিন মাত্র থাকে, কিন্তু প্রতি সৌর বৎসরে ৩৬৫ দিন ১৫ দণ্ড ৩১ পল ৩১ বিপল ২৪ অনুপল হয়। চান্দ্র মাসে ৩• তিথি অর্থাৎ চান্দ্র দিন হয়। যে ১৫ তিথিতে চন্দুের জেfাৎসু ক্রমশঃ বৃদ্ধি পায় তাহাকে শুকুপক্ষ, এবং যে ১৫ তিথিতে জ্যোৎসু উত্তরোত্তর হ্রাস

  • ই A সাবন ম:মা ও র খসর এতদ্রুপে ও গণনা করা যায় ।