পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 88 | কাটিবে করিবে খুন সলিবেতে দিয়া । বাজে বাজে জনে ধর্যে এবাদৎ ঘরে। কোড়া মেরে ছাতাইবে শহুরে শহরে । অতএব কহি শুন অএছা ছুরতে । হাবিল যে নেক ছিল তার লহু হৈতে। বেরিথির বেটা যেই সিথরি নবিরে । হুৈকল ও কোৰ্বাণগার বিচ খানে ধর্যে। কতল করেছ তোরা তার লহু হৈতে। যত নেকদের লহু গিরেছে জমিতে ॥ কহিতেছি আমি সেই তামামের তরে। বেশক পড়িবে শাজা তোমাদের পরে ৷ সচ কর্যে কহিতেছি তোমাদের সবে । একালের লোক পরে ও সব গিরিবে। হে যিৰশালেম তুমি নবি লোকগণে । কতল করিয়া দেখ মারিয়াছ জানে ॥ তোমার নজদিকে যারা ভেজা গিয়াছিল। লোকেরা তাদেরে দেখ পাথর মারিল। মুরগী জএছা নিজ বাচ্চ সবেরে । জন্ম কর্যে রাখে নিজ পরের ভিতরে ॥ তোমার লাড়কাগণে অএছা ছুরতে । এরাদা করেছি কত জমাৎ করিতে ॥ লেকিন আমার দেলে আফসোস রহিল। তাহার কেহু তাতে রাজি না হইল ॥ দেখ তোমাদের ঘর ওএরাণ হুইবে । সবব বলতেছি আমি তোমাদের সবে ॥ খোদার নামেতে দেখ আসিছেন যিনি । তোমাদেরে কহি শুন মুবারক তিনি। এরকম বাৎ যবতক না বলিবে । তবতক মোরে নাহি দেখিতে পাইবে ॥