পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১০৯ ] হয়। তদুভি এনকার নাহি করিব তোমারে। বেবাক শাগরেদে ইহা কহিল তেনারে। গেৎসিমনি বাগিচাতে ইসার দোয় মাঙ্গিবীর বয়ান । গেৎসিমানি নামে এক আছিল বাগান ৷ শাগরেদের সাথে ইসা সেই খানে যান। সেই থানে গিয়া তিনি পেীঞ্চিল যখন । শাগরেদগণেরে ইহা কহিলা তখন ॥ আমি গিয়া দোয়া মাঙ্গি যে তক তফাতে । তোমরা বসিয়া রহ সভে এ জাগাতে ॥ পিতর ও সিবদির বেটা দোন জনে । আপনার সাথে লিয়া গেলেন সেখানে ॥ লেকিন সেখানে গিয়া গমগিন হইল । আর বড় দেলগির হইতে লাগিল। তবে তিনি কহিলেন তাহাদের তরে । মেীত তক মেরা জান গমগিন করে। ইহা বাদে কহিলেন, তোমরা সবায় । আমার সাথেতে জেগে থাকহ হেথায় ৷ বাদে তিনি থোড়া অএছা আগেতে যাইয়া । উবুড় হুইয়া নিজে জমিতে পড়িয়া। মাঙ্গিতে মাঙ্গিতে দোয়া কহিলেন পরে । হে মেরা আত্মানি বাপ যদি হৈতে পারে। তা হৈলে আরজ ইহা করি যে তোমারে । মেরা পাশ হৈতে এ পেয়ালা নেও দূরে। তদভি না হৌক মেরা মরজি মাফেক। লেকিন হউক তেরা মরজি মোতাবেক। ইহা বাদে আইলেন শাগরেদের কাছে । দেখিলেন তারা সবে নিন্দ গিয়া আছে ৷ ইহা বাদে কহিলেন ডাকিয়া পিতরে । এ কি দেখি হে পিতর কহ তা আtমারে ॥ জাগিয়া থাকিতে ঘড়ি ভর মেরা সাং ! তোমাদের কাহারো কি ছিল না তাকহ ॥ এমতাহানে জএস! না হয় গো গিরিতে ৷ এহার লাগিয়া হবে জাগিয়া থাকিতে ॥ জা