পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ২ ]

তাহাদের গুনাহ হইতে॥ নবির মার্‌ফতে খোদা আগে যা কহিল। অএছা ঘটিলে সেই বাৎ পূরা হৈল॥ “দেখ এক কুঙারী যে হামেলা হইবে। হামেলা হইয়া এক বেটা সে জনিবে॥ সে বেটার নাম ইম্মানূয়েল রাখিবে। ইয়ানে মোদের সাথে খোদা সে হইবে॥”এহা বাদে নিন্দ হৈতে য়ূষফ উঠিয়া। খোদার ফেরেস্তা গেল জেছা ফর্ম্মাইয়া॥ সেই ফেরেস্তার দেখ বাৎ মোতাবেক। আপন জরুরে নিজ নজ্‌দিকে নিলেক॥ যবতক পহেলৌটা বেটা না জনিল। তবতক ওঠা বসা নাহিক করিল॥ তা বাদে যখন সেই বেটা পএদা হৈল। সে বেটার নাম তারা ইসা যে থুইল॥


২ বাব।

তারা দেখিয়া মাজুসদের আসিবার বয়ান।

হেরোদ নামেতে শক্‌শ বাদ্‌শা যখন। এহুদার বৈৎলেহম্‌ শহরে তখন॥ ইসার পএদাস যবে সেখানে হইল। তার বাদে বলি শুন যে সব ঘটিল॥ কয়েক মাজূস লোক পূরব হইতে। আসিয়া কহিল তারা যিরূশালমেতে॥ এহুদী জাতির বাদ্‌শা পএদা হৈয়াছেন। সেই লড়্‌কা বল শুনি কোথায় আছেন॥ দেখেছি তেনার তারা পূরব হইতে। তাই আসিয়াছি তাঁরে সেজ্‌দা করিতে॥ হেরোদ বাদ্‌শাহ আর যিরূশালেমের। সব লোক ইহা শুনি ঘবড়াইল ঢের॥ সরদার ইমাম আর কাতিব যতেক। ডাকাইয়া এই বাৎ সবে পুছিলেক॥ মসীহ হইবে পএদা বলহ কোথায়। শুনিয়া জওয়াবে তারা অএছা বাতায়॥ এহুদার বৈৎলেহম্‌ শহ-