পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১১০ } গিয়া থাকিয়া দেয়া মাঙ্গ বার বার । ৰূহ যে চালাক, শুস্ত জিসম তোমার। ফের তিনি দোসর বার তফাতে যাইয়া । ফের মাঙ্গিলেন দেয়া অঞছা করিয়া ৷ পিয়া না করিলে অগর এই পেয়ালাতে । গুজরিয়া না যেতে পারে মেরা পাশ হৈতে। আয় মেরা বাপ তবে যে মরজি তোমার হউক আমার তরে বরাবর তার ॥ বাদে তিনি তাহদের নজদিকে আসিলেন । এ বারেও তাহাদিগে শুইতে দেখিলেন। সবব তাদের অtথ নিন্দে ভারী ছিল । ইহা দেখে ইসা মসী ফের চল্যে গেল। আগেকার মত বাৎ বল্যে তেসর বার । দোয়৷ মাঙ্গিলেন ইসা নজদিকে খোদার। ইহা বাদে শাগরেদগণের কাছে গিয়া । আর তাহাদিগে নিন্দে বেকাবু দেখিয়া ॥ কহিলেন তোমরা কি এত ঘুমাইবে । ঘুমায়েখ সবে আরাম করিবে ॥ দেখ, ওকত হুইয়াছে এখন হাজের । গুনাগার লোক যত হাতে তাহদের ॥ আদ্‌মির বেটা এখন সুপদ হুইবে উঠ, আমরা সবে চলে যাই তবে ॥ যে শকৃশ সঁপিবে মোরে দুষ্মনের হাতে । ঐ দেখ, আসিতেছে সে শকৃশ কাছেতে ॥ এহুদার মারফতে ইসার দুশানের হাতে স্থপরদ হুইবার বয়ান । বারো জন শাগরেদ ছিল মর্সীহের । এহুদ নামেতে এক জন তাহীদের। যে ওখতে ইসা মসী এ বাৎ কহিল । সে ওখতে এহুদা এসে সেথা পৌঞ্চিল ॥ সরদার কাহেন আর বুজরগদের । আছিল বহুত লোক তার সাথে ফের। লাঠি আর তরোয়াল এই সব দিয়া । এহুদার সাথে দিয়াছিল