পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৯১৩ ] আসিয়া । কহিল তাহরী দোনে হলফ করিয়া। যে শকৃশেরে ধর্যে এনে রেখেছ এখন । এই শকৃশ করেছিল এৰূপ বয়ান ॥ এলাহির এবাদদ গাহকে ভাঙ্গিয় । তিন রোজে দিতে পারি তৈয়ার করিয়৷ এই বাৎ শুনে তবে সরদার কাছেন । মসীহের তরে এই ৰূপ কহিলেন। কিছু কি জওয়াব তুমি দিবে না ইহার । কি গওয়াছি দেয় এর খেলাফে তোমার। লেকিন মসীহ চুপ করিয়া রহিল । সরদার কাহেন তারে আবার কহিল ॥ যে খোদা রহেন জিন্দা, কসম তাহার। সচ সচ জওয়াব তুমি করহ ইহার ॥ তুমি কি খোদার বেটা মসীহই হও । সচ কর্যে এই বাৎ আমাদেরে কও ॥ জওয়াবে সমীহ তারে ইহাই কহিলা । আমি কি কহিব আর তুমি তা কহিলা ৷ সচ কর্যে আর আমি কহি তোমাদেরে । এর বাদে তোমরাই আদ্‌মির বেটারে। কুদরতের ডান হাতে বসিয়া থাকিতে । বেশক কহি যে আমি পাইবে দেখিতে। আর র্তারে আস্মানের বাদলের পরে । শোওয়ার হইয়া আসতে দেখিবে আখেরে ॥ সরদার কাহেন শুনে গোস্বায় ফুলিল । আপন পোশাক সে যে ছিড়িয়া ফেলিল। এই শকৃশ বকিলেক কুফর এ বার। আর গওয়াহিতে বল কি আছে দরকার। তোমরা তো সভে হেথা হাজের আছিল । এ ওক্তে ইহার মুখে কুক্ষর শুনিলা ॥ তোমাদের এন্‌সাফেতে বল কিবা হয় । তাহারা জওয়াব করি তবে ইহা কয় ॥ কতল করিতে হয় লাএক এ জন। এ বাতে সকলে সায় দিলেক তখন ॥ তাহার। আবার তার মুখে খুক দিল । কেহ বা থাপগর আর ঘূমিও মারিল। মারিতে মারিতে তারা কহিতে লাগিল । আয় মসীহ আয় うQ