পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১১৯ ] পাপ্রার সাথে সেরকা মিশাইয়া । মসীহেরে দিল তারা করিবারে পিয়া ॥ লেকিন থাইতে তাহা নারাজ হুইয়া । রাখিলেন সেই চিজ আপনি চাপিয়া ॥ তাবাদে তাহারা তারে সলিবেতে দিল । গুলিবাট করি তার কাপড় লইল ॥ কহ৷ গিয়াছিল যাহা নবির মাফতে । সেই বাৎ পুরা হৈল এখন ইহাতে ॥ “আপন আপন বিচে তাহারা সবায় ৷ গুলিবাট কর্যে মেরা কাপড়া বেঁটে লয় ॥” ইহা বাদে তারা সেথা বসিয়া রহিল। বসিয়া তাহারে চৌকি দিতে যে থাকিল। র্তাহার তকৃসির হয় জাহের যাহাতে । ইহার লাগিয়া তারা ভাবিয়া দেলেতে ॥ “এই শকৃশ হয় রাজা এহুদি লোকের ” শের পরে ইহা লিখে টাঙ্গাইল ফের। আর দুই জন চোর ধরিয়া আনিয়া । বায়ে ও ডাহিনে দিল সলিবে তুলিয়া ॥ সেই রাস্তা দিয়া লোক যতেক গুজরিল । দেখিয় তাহারে তার মাথা হিলাইল ॥ শের হিলাইয়া তারা কহিল তখন । তুমি না কহিয়াছিলে করিয়া গুমান ॥ হএকল ভাঙ্গিয়া তাহা তিন রোজ বিচে । ফের বানাইতে তেরা কেরামৎ আছে। তা যদি করিতেছিল মকৃদুর তখন । আপনার জান তবে বাচাও এখন। আর যদি তুমি এলাহির বেটা হবে । সলিব হইতে নেমে আইসহ তবে ॥ সরদার কহেন আর বুজরগ যতেক । সাফির লোকেরা ফের সেথা আসিলেক ॥ সেই মত ঠাট্ট কর্যে তাহারা বেবাকে কহিতে লাগিল ফের মসীহ ইসাকে ॥ বঁাচাইত এই শকশ অপরের জান । লেকিন বাচাতে নারে আপন পরাণ ॥ ইজেলের বাদশাহ যদি এ হুইবে । সলিব হইতে নেমে আইসুক তবে ॥ তাহৈলে মানিব তারে বেগর আন্দেশা । খোদার উপরে সে যে রাথিত ভরসা। খোদ