পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ৩ ]

রের বিচে। সবব নবির দ্বারা এহা লেখা আছে॥ এহুদিয়া মুলকের বৈৎহেম্‌ শহর। এহুদা মুলুকে আছে যে সব নগর॥ তুমি না হইবে ছোট তার দর্মিয়ানে। সবব আমার এই ইস্রায়েলগণে॥ আসিবে যে বাদ্‌শা পরওরিশ করিতে। আসিবেন তিনি তেরা দর্‌মিয়ান হৈতে॥ সেই যে মাজুস লোক সেথা এসেছিল। হেরোদ তাদের চুপ চাপেতে ডাকিল॥ ঐ তারা কোন ওক্তে দেখা গিয়াছিল। তাহাদের কাছে ইহা তহকিক করিল॥ যাইতে হুকুম দিয়া বৈৎলেম্‌ শহরে। এই বাৎ কহিলেক তাহাদের তরে॥ তোমরা যাইয়া খুব দৈরাফ্‌ত করিয়া। সেইত লড়্‌কারে খুব দেখিবে ঢুঁড়িয়া॥ সুরাক পাইলে তত্ত্ব জানাবে আমাকে। আমি ভি যাইয়া সেজ্‌দা করিব তেনাকে॥ বাদশাহের অএছাই হুকুম শুনিয়া। চলিল তাহারা সবে রওনা হইয়া॥ যে তারা দেখিল তারা পূরবে থাকিয়া। সেই তারা তাহাদের আগেতে যাইয়া॥ সেই লড়্‌কা আছিলেন যেই জাএগায়। ঠহেরিল সেই তারা যাইয়া সেথায়॥ দেখিয়া তাহারা তাহা খোশালিত হৈয়া। ঘরের ভিতরে সবে গেল যে ঘুসিয়া॥ তাঁর মাতা মরিয়ম বিবির সহিতে। সেই ত লড়্‌কারে তারা পাইল দেখিতে॥ জমিনে ঝুঁকিয়া শির সেজ্‌দা করিয়া। আর তারা নিজ নিজ আস্‌বাব খুলিয়া॥ বাহির করিয়া সোনা লোবান ও মুর। আদায় করিল তাঁর নজ্‌দিকে নজোর॥ খোয়াবে এলাহি হৈতে পেলো যেই মানা। হেরোদের কাছে তাই ফিরিয়া গেল না॥ তা বাদে তাহারা সবে জুদা পথ দিয়া। আপন মুলুকে ফের গেল যে চলিয়া॥

 তাহারা সকলে গেলে রওনা হইয়া। খোয়াবে ফেরেস্তা