পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ •२१ ] সেজন আপনি ॥ আল্লার দিলাশ এই শুনিয়া দুজনে । ভরস পাইল ঢের নিজ২ মনে ॥ সাপের ফেরেবে গুনা করি তার পরে। বড়ই আপসোস হৈলো দিলের ভিতরে। ঢের লাড়ক বালা হৈলো আদম হুবার। ছিত্রাইয়া গেল তারা দুনিয়া মাঝার। যতই বাঢ়িল আদমি দুনিয়ার বিচে । তইত বাঢ়িল বদি আস্মানের নীচে। তামাম দুনিয়া গেল ভরিয়া গুনায় । শৈতান ফেরেব করি এসব ঘটায়। নজর করিয়া আল্লা দুনিয়ার পর । বড় খাপপ হইলেন আদ্‌মির উপর। পানিতে সয়লাব আল্লা করিয়া দুনিয়া । দুনিয়ার যত কিছু দিল ডুবাইয়া। আল্লার হুকুম মতে নোহ পয়গম্বর । লাকড়ি দিয়া বানাইল জাহাজ ভাগর। দুনিয়াতে আছিলেক মত জানোয়ার। এক এক জোড় করি নিল সে তাহার। আপনি ও লাড়কা বালা তামাম লইয়া। জান বঁাচাইল সেই জাহাজে উঠিয়া ॥ পানি শুকাইয়া জমি দেখা দিলে পরে। উতরিল নোহ তবে জমির উপরে। মকান বানাইয়া রৈল জৰু বাচ্ছা লিয়া । তাহার ফজন্দ ফের উঠিল বাঢ়িয়া৷ খোদার হুকুম তারা অনেকে মানিল। আল্লার হুকুম মতে কুৰ্বানি করিল। দুনিয়াতে লোক যত গেল ছিত্রাইয়া । আদৃমির গুনা তত উঠিল বাঢ়িয় ॥ আল্লারে ছাড়িয়া পূজা করিল দেবের । কুফর করিল ঢের হইয়া কাফের। আম্মানের চাদ আর সূৰুজ দেখিয়া । তাদের করিল পূজা দেবতা ভাবিয়া৷ হিন্দুস্থানে হিন্দ্রলোক যে ৰূপ প্রকারে । মাটীর মূৰুত করি তার পুজা করে ॥ হরেক রকম তারা মূৰুত গড়িয়া । সেজদ করিল নিজ শির নোঙাইয়া। বাঢ়িলেক বেইমানি দুনিয়া মাঝরে । আল্লার ইনসান ভুলে রহিল আল্লারে। সেকালে ইমানদার ছিল এক জন । ইব্রাহিম নাম তার শুন ভাইগণ ॥