পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৩০ ] করিল পেসিনগোই হরেক বয়ানে ॥ আসিবেন একজন এই দুনিয়ায়। মানুষে নজাত পাবে যাহার হেল্লায়। নজাতদেহেন্দা নাম হুইবে তাহার। করিবে ভালাই তিনি সারা দুনিয়ার ॥ আছিল দায়ুদ রাজা পেয়ারা খোদার । শুনিয়া থাকিব তুমি নাম সে জনার ॥ এ কথা জানিল তিনি খোদার হেল্লায় । জনিবেন সেই জন তার ঘরানায় ॥ নজাত দেহেন্দ হবে কুলে আপনার । শুনি দিলে বড় খুশ হইল তাহার। নজাত দেহেন্দী যে আসিবে দুনিয়ায় । করিল পেসিনগোই আল্লার হেল্লায় ৷ ইস্রায়েলে যত নধি হইল জাহির । তাহারি তরফে সবে করিল তাহির। মউত হুইল যবে দাযুদ্ধ পাতশার। দুই শ পঞ্চাশ বরশ বাদেতে তাহার ॥ ছিলেন এহুদা দেশে নবি এক জন। খোদা হৈতে বুদ্ধি পায়া সেই মহাজন। খোদীর রেশনে খুলে দিলের নয়ান | ইসার তরফে এই করিল বয়ান ॥ মোদের লাগিয়া এক বেটা পএদা হবে । মোদের লাগিয়া এক লড়কা দেওয়া যাবে। যাহা ইচ্ছা তাহ তিনি পারেন করিতে। তার মত নাহি কেহ আম্মান জমিতে। দায়ুদের তত্তে রাজ্য করিবে সে জন। করিবেন আপনার প্রজার পালন। এৰূপ বয়ান নবিদের মুখে শুনে । খোসালিত হুৈত লোক ইসার কারণে ॥ নেকবান লোক যত দেখিতে র্তাহারে । এরাদ করিয়া ছিল তার এন্তেজারে। র্তাহার আশায় থাকি তারে ন৷ দেখিয়া। বুঢ়া হয়ে বহু লোক গেল যে মরিয়া ॥র্তাহার আশায় থেকে র্তাহার হেল্লায় । নজাত পাইল তারা ইমান আমায় ॥ জিব্রিয়েল নামে এক ফেরেস্তা খোদার । জানহ মমিন ভাই খবর র্তাহার ॥ আছিল কুমারী এক মরিয়ম নামে । আসিল তাহার কাছে খোদার হুকুমে ॥ বহুত খাতির