পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ . . ] এই বাৎ মেরা শুনরে সকল । বেহেস্তের পাদশাহৎ তাদের দখল ॥ দেলে পেরেছীন লোক মুবারক হবে । সবব আtথেরে তারা তশল্লী পাইবে ॥ মুবারক যারা হয় গরীব দেলেতে । মিলিবে দখল তাহাদিগে দুনিয়াতে ॥ মুবারক দীন তরে ভূক্ষ ও পিয়াস। সবব পুরাই তারা পাইবে হামেশা। মুবারক দুনিয়াতে যে বা মেহেরবান । মেহের পাবার হকে লাএক সে জন ॥ পাক দেল যার, মুবারক কহি তারে । সবব দেখিতে সে যে পাইবে খোদারে। মুবারক আপোষ-করণেওয়ালাগণ । জাহের হুইবে তারা খোদার ফর্জন্দ ॥ মুবারক, দীন তরে খেজালতী যারা । বেহেস্তে কবুল খালি হুইবেক তারা। আমার নামের হকে লোকে তোমা সবে । খেজালত দিবে আর দুষ্মনি করিবে। আর কত বুট কর্যে তহমং দিবে। সেই ওক্তে মুবারক তোমরা জানিবে ॥ সে ওখতে থোশালিত তোমরা হইবে । বেহেস্তে এহার ফল জৰুর মিলিবে ॥ আগে যত নবীগণ জাহের হইল । তাদের হককে ভি অএছা তজদিয়া মিলিল ॥ আর এক বাতে মেরা খেয়াল করিবে । তোমাদিগে দুনিয়ার নিমক জানিবে। কিন্তু নিমকি গুণ যদি যায় নিমকের। কি ছুরতে করিবেক নিমকি আখের। এমন নিমক কোন কামে না লাগিবে । লোকের বাহিরে তাহা ছুড়িয় ফেলিবে ॥ আদমির পাএর নীচে সেইত নিমক । ফেলে মাড়াবার হয় নিতান্ত লাএক ॥ ফের তোমাদের মুই কহি বাৎ এক । তোমরা এ দুনিয়ার রোশ্বির মাফেক। পাহাড়ের পরে দেথ যে শহর হয় । লোকের নজরে তাহী ছিপান নী রয়। আর দেখ আদমি লোকে চিরাগ জালিয়া । কাঠার