পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २१ ] তিনি ছিলেন তখন । র্তাহার নজদিকে গিয়া শাগরেদগণ ॥ জাগাইয়া তারে তারা কহিল এয়ছাই । জান রাখ খোদাবন্দ, নৈলে মর্যে যাই ॥ তাহাদিগে ইসামসী কহিলেন তবে । থোড়াই ইমানদার দেখি তোরা সবে ॥ দশীহৎ কর সবে কিসের লাগিয়া । উঠিলেন এই বাৎ তাদিগে ফর্ম্মাইয়া ॥ সমুন্দর আর ঝড় দোনরে থমকাইল । তাহাতে তাহারা দোন চাএন হইল। সুমুদ্রের পানি যদি থির থার হৈল । তাজ্জব মানিয়া লোকে তখন কহিল ॥ কেয়ছা শকশ এই কি কহিব আর । হাওয়া ও সমুদ্র মানে হুকুম এনার ॥ দুই শকুশ হইতে ইসার ভূত ছাড়াওন। ইহা বাদে পার হৈয়া ইসামসী ফের। গিদিরিয় মূলু কেতে পৌছিলা আখের ॥ দুজন দেওয়ানা আদ্‌মি গোরস্থান হৈতে । উঠিয়া যে মুলাকাং কৈল তার সাথে। অঞছ জবরদত্ত ছিল দেীন জন । পথ দিয়া লোক নাহি চলিত কথন। উর্চ আওয়াজেতে তারা কহে আর বার । আয় ইসা বেটা তুমি এলাহি খোদার ॥ কেন তুমি আসিতেছ আমাদের কাছে । তের সাথে আমাদের এলাকা কি আছে । তুমি বুঝি মূকররি ওক্তের আগুতে ? তসদিয়া দিতে আসিতেছ এ জাগাতে ? এক বড় শূয়রের পাল সে ওখতে । চরিতেছিলেক তার থোড়াই তফাতে। মিন্নং করিয়া কহে ভূতগণ তবে । অগর মোদেরে যদি তুমি ছাতাইবে। ঐ শূয়রের পালে লইতে পনাছ । আমাদের সবে তবে এজাজং দেহ ॥ তাহাদিগে যদি ইসা যাইতে বলিল । শূয়রের পালে তারা পনাই লইল। বেবাক শূয়র তবে ঢাল জাএগ দিয়া। ডুবিয়া