পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৩০ ] কোরবাণি । বলকে পেয়ার আমি করি মেহেরবানি ॥ তোমরা যাইয়া শিথ এ বাতের মানে । আসিনি ডাকিতে আমি নেক পাকগণে ॥ লেকিন সেরেফ খালি দেল ফিরাইতে । গুনাগারগণে আমি এসেছি ডাকিতে ॥ তাহার শাগরেদগণের রোজা না রাখিবার বয়ান । বাদে এহিয়ার যত শাগরেদ আসিয়া । তাহার নজদিকে কহে বয়ান করিয়া। ফিৰুণী লোকেরা আর আমরা তাবতে । রোজা রেখে থাকি দেখ বহুৎ ছুরতে। লেকিন তোমার এই শাগরেদ সবে । নাহি রাখে রোজ বল কিসের সববে। এই বাৎ শুনে ইসামসী তার পরে । কহিলেন এহি ৰূপে তাহাদের তরে ॥ দুলা থাকে যাবতক বরাতির সাথে । পারে কি তব তক তারা উদাস হইতে ॥ কিন্তু দেখ তাহদের নজ দিক হইতে । লিয়া যাওয়া যাবে দুলা যেইত ওখতে। এয়ছা ওখত ফের যখন আসিবে । সেইত ওখতে তারা রোজা যে রাখিবে ॥ নয়া কাপড়ের তালি পুরাণ কাপড়ে । না লাগায় কোন শকৃশ কহিনু তোমারে। সে কাপড়ে ফেটে যায় আছিল কাপড়। বড়ই খারাপ ছেন্দা হয় তার পর। পুরাণ কুপাতে আর দেখ কোন জন । আঙ্গুরের রস নাহি রাখিবে কথন। আঙ্গুরের রস তাতে গিরে যায় সব ! কুপ ভি তাহাতে হয় বড়ই খারাব ॥ সরদারের মুরদা লড়কিকে জিন্দা করন । এই বাৎ বলিবার ওখতে আবার । তাহার নজদিকে এসে এক সরদার। সেজদা করিয়া তারে বয়ন করিল।