পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 8२ ] হেন এক আদমি সেথ আছিল হাজের। আনিতে নালিশ ইসা মসীর উপরে। লোকেরা সওয়াল করি কহিল তাহারে। এইবারের রোজে করে আরাম করিতে ৷ লাজেম কি নালাজেম হুইবে কহিতে ॥ ফর্ম্মাইল ইসা মসী তাহদের তরে । গাঢ়াতে পড়িলে ভেড়ী রোজ এৎবারে ॥ ধরিয়া তুলে না তারে সে গাঢ় হইতে । হেন শকশ কেবা আছে তোদের বিচেতে ॥ লেকিন ভেড়ছে এই আদমি তাবৎ । জান না কি আছে বেহুেতর বহুত ॥ এহার সববে কহি তোমাদের কাছে । এৎওয়ারেতে নেকি কাম লাজেম যে আছে ॥ এহ! বাদে সে আর্দ্রমিরে কহিলা আবার । বাঢ়াও বাঢ়াও মর্দ হাত আপনার ॥ তাহাতে সে শকৃশ নিজ হাত বাঢ়াইল । দেশের হাতের মত আরাম হুইল ॥ এক গুঙ্গা দেওয়ানাকে ইসার আরাম করিবার বয়ান । তখন ফিৰাণী লোক আসিয়া বাহেরে । যাহাতে র্তাহারে প্যাচে পারে ফেলিবারে ৷ তার বরখেলাপে তারা সকলে মিলিয়া । হেন সল্লা করিবারে গেল যে বসিয়া ॥ লেকিন মসীহ তাহা মালুম করিয়া । দোশরা জাএগাতে ফের গেলেন চলিয়া ॥ তাহাতে বহুত লোক তার পিছে যায় । আরাম করিলা ইসা তাদের সবায়। তাবাদে দিলেন এই হুকুম জৰুর । আমাকে তোমরা নাছি করিও মাশুর। ইহাতে ইসায়া নবি যে বাৎ কহিল । অএছা ছুরতে তাহা পুরা যে হুইল ॥ ঐ দেখ পসন্দিদা খাদেম আমার । আমার পেয়ার লোক তিনি যে আবার ॥ মেরা দেল রাজী আছে তাহার উপরে। রাখিব আপন ৰূহ এ শকশের পরে। তাছাতে যে