পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| 8.9 | ইহ কহে সে যে ফের। যে জাএগা হইতে মুই হৈয়েছি বাহের ॥ মেরা সেই ঘরে তবে যাইব ফিরিয়া । কিন্তু খালি সাফ শুত্র দেখে তাহা গিয়া। তবে সে যাইয়। ফের আপন হইতে । আরো বদ সাত ভূতে লিয়া আসে সাতে ॥ তাহাতে তাহারা সবে দাখেল হইয়া । সেইত জাএগাতে রহে বসং করিয়৷ আগের হালৎ হৈতে সেইত লোকের ৷ পিছলা হালৎ আরো বদ হয় ফের ॥ যত বদ লোক আছে এই জমানার । তাহাই গিরিবে দেখ তাদের উপর ॥ লোক সবে এই বাৎ কবার বখতে । বাৎ কহিবার তরে মসীহের সাথে ॥ তেনার মাতারি আর ভtএর আসিয়া । বাহিরেতে তারা সবে রৈল থাঢ়া হৈয়৷ ইহাতে কোনহু শকৃশ তাহারে জানায়। মাতারী তোমার আর ভাএরা সবায় ॥ তেরা সাথে বাৎ চিং করিবার তরে। থাঢ়া হৈয়া আছে তারা দেখহ বাহেরে। তাহারে জওয়াব করি কহিলা তখন । আমার মাতারি কে, কেবা ভাইগণ ॥ আপনার শাগরেদগণের তরপে । বাঢ়াইয়া স্থাৎ কছিলেন এই ৰূপে। এই দেখ, মেরা মাতা, আর ভাইগণ । সবব আত্মানি বাপের মরজি মতন। যে শকশের করে কাম সেই সব জন। আমার বহিন মাতা আর ভাইগণ ॥ ১৩ বীব | বিজ বোননেওয়ালার তমসিল । ঐ রোজ ইসা ঘর হুৈতে নিকালিয়া । সমুদ্রের কিনারায় বসিলেন গিয়া। আর দেখ এহ! বাদে সেইত জাগাতে । তাহার নজদিকে লোক বহুৎ পেঞ্চাতে ॥ বসিলেন ইস