পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ go আবার । কি জানি উখড়াবে গোঁহু সামিলে তাহার। ফসল কাটার দেখ ওখত লাগাং । দোনকেই বাঢ়িবারে দেও এক সাৎ ৷ ফসল কাটিতে হবে ওখত যখন । কাটিয়াগণেরে আমি কহিব তখন ॥ তোমরা পহেলা গিয়া খেতের উপরে । জঙ সব জমা কৈরা জালাবার তরে। বোঝা বোঝা কর্যে তাহা বান্ধিয়া রাখিবে । লেকিন বেবাক গেছ গোলাতে তুলিবে ॥ রাইদানীর তমসিল । কহিলেন তিনি ফের তমসিলের সাথে । কোন এক শকশ দেখ আপনার থেতে ॥ লইয়া রাইএর বীজ তাতে বুনিলেক । আম্মানের বাদৃশাহৎ তাহার মাফেক। এই বীজ ছোট সব বীজের মাঝেতে । লেকিন উগিলে বড় হয় শাক হৈতে। তাবাদে অএছ গাছ হৈয়ে উঠে শেষে । আত্মানের পার্থী তার ডালে রহে এসে ॥ মাওয়ার বয়ন । আর এক তমসিল তিনি দিলেন কহিয়া । এক নারী থোড়। এছা মাওয়া লইয়া। আর তাহা তিন মোন ময়দার ভিতরে । রাখিল টাকিয় সে যে থোড়া ঘড়ি তরে ॥ বেবাক মএদাতে তাহা ফএলিয়া গেলেক । আম্মানি বাদশাই সেই মাওয়ার মাফেক ৷ তমসিলের মারফতে বাৎ বলিবার বয়ান । তমসিলের মারফতে অএছা ছুরতে । কহিলেন বাৎ ইস