পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ as নাপাক করে সেরেফ ইহাতে । না হয় নাপাক খেলে বিন ধোয় হাতে ॥ কিনান মুলুকের এক আওরতের বেটীকে ইসার আরাম করিবার বয়ান । রওনা হইয়া ইসা সে জাগ হইতে । পৌঞ্চিলেন সোর ও সিদোম দেশেতে ॥ কিনানি অওরাও ঐ সীমানা হইতে । আসি চিল্লাইয়া তারে লাগিল কহিতে ॥ আয় মের খোদাবন্দ বেটা দায়ুদের । আমার উপরে তুমি করন্থ মেহের ॥ আমার বেটীরে দেখ ভূতে ধরিয়াছে। তাহাতে তাহাকে বড় তস্দি হুৈতেছে। লেকিন তাহারে ইসা কিছু না বলাতে । শাগরেদের এসে তীরে লাগিল কহিতে ॥ খোদীবন্দ একে তুমি করন্থ বিদায় । সবব মোদের পিছে এ খালি চিল্লায়। তবেত জওয়াবে ইস আএছা বাতায় । ইত্রেলের খোও। যাওয়া ভেড়ীরা সেওয়ায় ॥ আর দেখ ইহাদের কাহার নজদিকে । নাহি ভেজা হুইয়াছে জানিবে আমাকে ॥ সে আওরং আসি কহে কর্যে এবাদ ॥ আয় খোদাবন্দ কর আমার মদদ । জওয়াবে কহিলা ইসা কুত্তাদের কাছে ॥ লড়কাদের খান দেওয়া লাজেম না আছে । তবে মসীহের কাছে সেত ইহা কয়। আয় খোদাবন্দ ইহা সচ বাৎ হয়। কিন্তু মালেকের মেজ হৈতে যে টুকুর । জমিনেতে গেরে তাহা খায় কুকুরেরা। তাহাতে জওয়াবে ইসা করিলা বয়ান । আয় নারি দেখি তেরা বড়ই ইমান ॥ মাঙ্গিলে জএছ হৌক তএছা তোমার। সেই ওক্ত হৈতে চঙ্গা হৈলে বেটী তার ॥ -