[ ৬১ ] খাইয়। বাকি গুড়া পাচ ডালি নিলেক চুনিয়া। আওরৎ আর সব লড়ক সেওয়ার । হাজার চারেক মৰ্দ্দ সে ওখতে খায়। এহ! বাদে লোক সবে করিয়া বিদায়। নৌকা কর্যে গেল ইসা মগদলা সীমায়।
১৬ বাব ।
ফিরুশীদের আর সিদুকিদের ইসার নজদিকে আসিয়া
-
কোন নিশান দেখিবার এরাদা জাহের করিলে
র্তাহীর জওয়াবের বয়ান ।
ফিৰুণী সিদুর্কী লোক এসে তার পরে। মসীহের ইন্তেহাম করিবার তরে। কোনই নিশান এক আত্মানের পরে । দেখাতে আরজ তারা করিল তেনারে ॥ লেকিন জওয়াবে ইসা লাগিলা কহিতে । তোমরা সকলে কহ সাঞ্জের ওথতে ॥ হবে কাল সাফ দিন জানিবে সবায় । সবব আস্মানে লাল রঙ্গ দেখা যায়। আজিকা তুফান হবে বলহু ফজরে । লাল কালা রঙ্গ আছে আস্মানের পরে ॥ আত্মানি নিশান বুঝ রিয়াকারগণ । কালের নিশান নাহি বুঝ কি কারণ। এ কালের বদ আর যত জেনাকারে। নিশানের খোজ দেখ তাহারাই করে। মুনস নবির কিন্তু নিশান সেওয়ায় । তাদিগে দোশরা কিছু দেখান না যায়। সেই থানে ইসামসী এৰূপ কহিয়৷ চলি গেল সেথ হৈতে তাদিগে ছাড়িয়া ॥
পাতা:ইঞ্জিল মুকদ্দস্.djvu/৭০
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
