পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( అ } বিচে আসিল চলিয়৷ ৷ পিতরের কোন বtৎ কহিবার আগে । পুছিলেন ইসা মসী তারে আগে ভাগে। তোমার মালুম কিবা হয় হে শিমোন । এই দুনিয়ার যত বাদৃণাহগণ ॥ কাহার নজদিক হুৈতে বলহু আমাকে । মাশুল খাজান গয়রহ লিয়া থাকে। আপনার ফরজলদ যে সকল আছে । তাহাদের কিম্বা অন্য লোকেদের কাছে ॥ দোশরা লোকদের হৈতে পিতর কহিল । ফজন্দেরা মাফ তবে, মসিহ বলিল ॥ তদভি আমরা যেন তাহীদের সবে । না থাওয়াই ঠোক্কর, ইহার সববে। সাগরের ধারে গিয়া বড়ণী ফেলিবে । তাহাতে পহেলা তুমি যে মাছ তুলিবে। সেই মাছ ধর্যে তার মুখটা খুলিবে । একতোলা চাদি তুঝে তাহাতে মিলিবে। তোমার আমার তরে তাহাই লইয়া। তহশীলদারগণে তুমি দেহ গিয়া ॥ ১৮ বাব । আপনার শাগরেদগণকে দেলেতে গরিব ও বেতকসির হুইবার জন্যে ইসার নসিহৎ দিবার বয়ান । সেই ওক্তে শাগরেদের ইসার নজদিকে। আসিয়া সওয়াল এই করিল র্তাহাকে। আত্মানি রাজের বিচে খুব বড় কেট। তাহাতে মসীহ ডেকে ছাবাল একটা। তাহীদের বিচখানে রাখিয়া তাহারে । এই ৰূপে কছিলেন মসীহ সবারে। সচ বাৎ তোমাদিগে দিতেছি কহিয়া । আপন আপন দিল তোমরা ফিরাইয়া ॥ না হইলে এই ছোট লড়কীর মাফেক। যাইতে আত্মানি রাজে নাহি পরিবেক ॥ এহার লাগিয়া