পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ as } তিন জন যেথা জমে মেরা নামে । তাহাদের বিচে আমি থাকি সেই খানে ॥ আপন ভায়ের কণ্ডর কয় দফে মাফ করিতে হয়, তাহার বাবতে ইসার নসিহৎ । তাবাদে পিতর এসে তাহার নজদিকে । আয় খোদাবন্দ বলি কছিল তেনাকে৷ ভাই যদি গুনা করে আমার নজদিকে কয় দফে হবে মাফ করিতে তাহাকে ৷ সাত বার তক মাফ করিতে কি হবে । শুনিয়া তাহার বাৎ ইসা কন তবে ॥ আমি তুঝে সাৎ বার কভি বলি নাই । লেকিন সত্তর দফে সাত বার চাই ॥ আসমানের বাদশাহৎ ইহার কারণ ৷ হয় এ রকম এক রাজার মতন। যেই শকশ আপনার বান্দাদের সাতে । এরাদা করিল দেলে হেসাব করিতে ॥ হেসাব লইতে শুন্ধ করিল যখন । হাজার দশেক তোড়া ধারে যেই জন ॥ অএছা খাতক তার এক জন ছিল । সেইত বান্দারে তার কাছে আনা গেল। সুধিতে করজ তার যোত্র নাহি ছিল । তাহাতে খাবিন্দ এই হুকুম করিল। জৰুবাচ্চ মালামাল সমেত ইহারে । বেচিয়া আদায় কর মোর যাহা ধারে ॥ তাহাতে সে বান্দা তার জোনাবে পঢ়িয়া । আরজ করিল তারে সেজদ করিয়া। খাবিন্দ সবুর কর আমার উপরে । বেবাক করজ আমি দিব সোধ কর্যে। তাহাতে খাবিন্দ তার করিয়া মেহের । করিল করজ মাফ ছাড়িল আখের ॥ এর সঙ্গা বান্দা এক সেখানে থাকিত । সে ইহার এক শও সিকি যে ধারিত ॥ বাহিরেতে গিয়া ধর্যে তাহার কল্লায় । কহিল আমার পাওনা করহ আদায় ॥ তাহাতে সে সঙ্গী বান্দ