পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ w-8 ] বাপের মরজি পুরা কৈল কেটা । জওয়াবে কহিল তারা তার বড় বেটা। তবে ইস কহিলেন তাহাদের তরে। সচ কর্যে কহিতেছি আমি তোমাদেরে ॥ খোদার যে রাজ্য তাতে দাখেল হইতে । গোমস্ত কসবিরা যায় তোদের আগেতে ॥ তোমাদের কাছে দেখ এহিয়া যখন । নেকের রাহেতে এসেছিলেক তখন ॥ তাহাতে তোমরা নাহি আনিলে ইমান । লেকিন কসবি আর তশীলদারগণ ॥ আনিল ইমান যবে তাহার উপরে । তোমরা সে সব কিন্তু দেখে তার পরে ॥ আনিতে ইমান তার উপরেতে ফের। নাহি যে করিলে তেীব তোমরা আখের ॥ আঙ্গুরের বাগিচার তমশিল । দেশের তমশিল সবে শুন দিল দিয়া । আঙ্গুরের খেত কোন গিরস্থ করিয়া ॥ বেড়া লাগাইয়া দিল চারি তরফেতে । তার বিচ খানে আর আঙ্গর পিসিতে। কোলহু গড়িল এক সে খানে আবার । আর সেথা করিলেক বুৰাজ তৈয়ার। জমা দিয়া সেই থেত চাষাদের হাতে । আপনি চলিয়া গেল দোশর দেশেতে ॥ তাবাদে ফলের ওক্ত যখন আসিল ৷ ফল পাইবার লেগে গোলাম ভেজিল ॥ কিন্তু চাষি লোক বান্দাগণেরে পাইয়া । কাছারে কাহারে ধর্যে ফেলিল মারিয়া ॥ কাহারে কাহারে ধরে মারপীট করিল। কাহার কাহার পরে পাথর মারিল ॥ এ সব হইলে পরে খেতের মালেক । আগেকার চেয়ে বেশি বান্দা ভেজিলেক ॥ লেকিন চাষার তাতে তাছাদের সাতে । সকল করিল ঠিক আগেকার মতে ॥ ভেজিলে বেটারে মোর করিবে খাতের ৷ ভাবিয়া গিরস্থ