পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

و یا ] ২২ বাব । এক বাদশাহের বেটার শাদির ত্যশিলের বয়ান । তমশিল মারফতে ইসা ফের কহিলেক । আত্মানের রাজ হেন বাদশার মাফেক। বেটার দেলায়ে সাদি সে বাদশ আবার । করিলেক বড় এক খান যে তৈয়ার ॥ সাদির খানাতে যারা ইস্তাদা পাইল । তাদেরে ডাকিতে বাদশ গোলাম ভেজিল ॥ লেকিন আসিতে তারা নারাজ হইল । তাহাতে সে বাদশ অন্য গোলাম ভেজিল। কহিলেন তাহাদিগে তোমরা যাইয়া ৷ ইস্তাদ পেয়েছে যারা তাদেরে ডাকিয় ॥ বল আমি সব খানা করেছি তৈয়ার । মেরেছি বলদ আর মোটা জানোয়ার। বিলকুল তৈয়ার আছে আমার বাড়ীতে । তোমরা সকলে তবে আইস খানাতে ॥ তদভি তাহারা সবে গাফলতি করে । নিজ খেতে গেল কেহ কেহ কীর্ব্বারে। দোশরা সবে তার বান্দাগণেরে ধরিয়া । বেহুরমৎ কর্যে দিল কতল করিয়া। শুনে ইছা সেই বাদশা থাপপা যে হুইয়া । আপনার ফেীজ সব দিলেন ভেজিয়া ॥ ফেীজ গিয়া খুনিগণে জাহান্নামে দিল । আর তাছাদের বস্তী জালায়ে ফেলিল ॥ বাদে তিনি কহিলেন বান্দাগণ কাছে । সাদির যে খান তাহা তৈয়ারই আছে। লেকিন যে সব লোকে দাওৎ পাইল । তারা সবে এ খানার না লাএক ছিল। অতএব শড়কের মোড়ে মোড়ে গিয়া । যত লোক দেখা পাও আনহ ডাকিয় ॥ শড়কের মোড়ে তবে বান্দাগণ গিয়া । ভাল বুরা সব লোকে আনিল ডাকিয়া। তাহাতে আথেরে এত লোকেরা জমিল । দাওর্তী লোকেতে বিয়া বাড়ী ভরে