পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ vs ] খালি জিন্দাদের ॥ এই সব বাৎ শুনে তার নসীহতে । লোকেরা লাগিল ভারি তাজুৰ করিতে। কোন হুকুম বড়, তাহীর বয়ান । লাজওয়াব হৈলে তারা তার মারফতে । শুনিয়া ফিৰুণীগণ লাগিল জমিতে ॥ তাহদের বিচে এক তেীরেতি আছিল। পরখ করিতে র্তারে সওয়াল করিল। হে ওস্তাদ বল শুনি তেরেতের বিচে । সকলের চেয়ে কি হুকুম বড় আছে। কহিলেন ইসা তুমি সারা দেল দিয়া । আর তোমার সারা জান লাগাইয়৷ তামাম আক্কেল আর দিয়া আপনার । খাবিন্দ খোদারে তুমি করিবে পেয়ার। পহেলা হুকুম বড় ইহা জানিবেক । দোশরা হুকুম আছে ইহারি মাফেক। পড়শি যে জন দেখ হইবে তোমার । আপনার মত তারে করিবে পেয়ার। তেরেৎ ও নবুয়ৎ যে সব দেখিবে। সবের খোলাসা আছে এ দেীন কেতবে ॥ ফিরুশীগণের লাজওয়াব হওন। বাদে যবে ফিৰুণীর জন্মায়েত হৈল। ইসা তাহাদিগে এই সওয়াল করিল। মসহের তরে হয় মালুম কেমন । আর বল দেথি তিনি কাহার ফর্জন ॥ তাহাতে জওয়াব তারা করিলেক ফের। মসীহ হয়েন বেটা রাজা দায়দের ॥ তিনি কহিলেন তবে কেমন ছুরতে। সে তারে খাবিন্দ কহে ৰূহের মাফতে ॥ খোদা কহে খাবিন্দের নজদিকে আমার । “ আমার মারফতে দেখ দুষ্মন তোমার ॥ তোমার পায়ের নিচে চৌকি না হইবে । তবতক তুমি মেরা ডাহিনে বসিবে। >R