পাতা:ইতিহাস-সার.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ ইতিহাস-সার। হইয়া র থারোহণে পলায়ন করেন । তদবধি তিনি যুদ্ধাশা ত্যাগ করিয়া বেবিলন নগরে বাস করিতেন । কিন্তু বহুকাল রাজ্য ভোগ করিতে পারেন নাই, কেমন। তৎপুত্র নীনিয়স, র্তাহাকে সংহার করিয়। আপনি রাজা হয়েন । নীনিয়স মাতৃহত্যার পর, খুষ্টের জন্মের ২• • • বৎসর গতে, আশীরিয়া দেশের রাজ হইয়াছিলেন । তিনি অতি অলস ও দুষ্টবুদ্ধি ছিলেন । এবং আহরহঃ অন্তঃপুবে থাকিতেন, রাজ কর্ম্মে মনোযোগ করি - ভেন না । বোধ হয় শেষে উছার অপমৃত্যু হইয়: ছিল । নীনিয়সের মৃত্যুর পর ৮° • বৎসরের বিবরণ অপ্রাপ্য । এই আট শত বৎসরের মধ্যে আশীরিয়৷ রাজধানীতে কি কি ঘটনা হইয়াছিল তাহ বলা যায় না । বোধ হয় যে সকল রাজার রাজ্য করিতেল র্তাহার নীমিয়সের ন্যায় ইন্দ্রিয়-পরায়ণ ছিলেন, চিরস্মরণীয় কোন কর্ম্ম করেন নাই । তদনন্তর সারদ-নপলস নামে এক রাজা হইয়াছিলেন, তিনি অতি সুপুরুষ ছিলেন, কিন্তু শ্রম করিতে পারিতেন না এবং প্রজার মঙ্গলাখ কোন কর্ম্ম করেন নাই । তিনি অন্তঃপুর হইতে কখন বহির্গত হইতেন মা, সর্ব্বদা নারীগণের সঙ্গে ৰাস করিতেন, এবং তাহ