পাতা:ইতিহাস-সার.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సి* ইতিহাস-সার। রাজার ঐ স্থান তাহাদিগকে অধিকার করিতে দিলেন ম। বোধ হয় পুর্ব্বে এই রাজার প্রস্তরময় প্রাচীরবেষ্টিত দুর্গে বাস করতেন, তাহার চতুর্দিকে প্রজাগণ বাস করিত, যুদ্ধকালে তাহারা দুৰ্গরক্ষা করিত । এই সকল দুর্গের ভগ্নাংশ এখন পর্য্যন্ত পড়িয়া আছে । পূর্ব্বকালে ওয়েলস দেশে এক জাতীয় মনুষ্য বাস করিত, তাহার কবি বলিয়া খ্যাত ছিল । তাহার রাজ। ও বীরগণের কীর্ত্ত বর্ণন করিত । এবং সঙ্গীত বিদ্যায় ও উপন্যাস কথনে এমন নিপুণ ছিল যে ওয়েলস দেশীয় সমুদায় লোক তাহাদিগের গান ও উপন্যাস অতি আদর পূর্বক শুনিত । রাজারাও কখন ২ তাহদিগকে দুর্গমধ্যে আনাইয়। তাহাদিগের গান ও উপন্যাস শ্রবণ করিতেন । তৎকালের লোকের। ইহাও বোধ করিত যে ইহারা ভবিষ্যৎ কথা বলিতে পারে । ওয়েলস দেশ জয় করণার্থ ইংলণ্ডীয় রাজার মধ্যে মধ্যে অস্ত্র-ধারণ করিতেন । কিন্তু ওয়েল সবামীর। পর্ব্বতে আরোহণ করিয়া থাকিত, ইংলণ্ডীয় সেনাগণ তাহাদিগকে যুদ্ধে পরাজয় করিতে পারিত না । অবশেষে, ১২৮৫ খৃষ্টাব্দে, প্রথম এডওয়াড ঐ দেশ জয় করণার্থ স্বয়ং গমন করেন। ঐ সময়ে লিউওলিন শুয়েলসের রাজা ছিলেম, ভবিষ্যদ্বক্তার। র্তাহাকে বলিলেন ভূমি রণক্ষেত্রে যাইয়া যুদ্ধ কর, তোমাকে