পাতা:ইতিহাস-সার.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার। Y c : পর্ব্বতে ৰাম করিত, এবং পশু পক্ষির মাংসাই রে প্রাণ ধারণ করত। ইহাতেই তাহাদিগের দুষ্ট নাম হইয়াছে। অর্থাৎ যাহারা পর্ব্বতে বাস করিত, তাহ:দিগকে উচ্চ ভূমিবাসী, যাহার। নিম্নভূমিতে বাস করিত তাহাদিগকে নিম্নভূমিবাসী বলা যায়। কথিত আছে ৮৩৯ খৃষ্টাব্দে কেনেথ নামক উচ্চ ভূমিবাসীদিগের এক প্রধান পিক্তদিগকে পরাজয় করিয়। সমুদায় স্কটলণ্ডের অধিপতি হইয়াছিলেন । তদবধি প্রথম এডওয়াডের রাজত্ব কাল পর্য্যন্ত স্কট লণ্ডে অনেক রাজী হইয়াছিলেন । ইহার মধ্যে কোন গুরুতর ঘটনা হয় নাই, কেবল উইলিয়ম ওয়ালেস রণবন্দী হন, এবং ১৩১৪ সালে ক্রস, কম করন স্থানে যুদ্ধ জয় করেন । ১৩৭১ খৃষ্টাব্দে ষ্ট য়াট গোষ্ঠীয় রাজারা স্কটলণ্ডে রাজশাসন আরম্ভ করেন । প্রথম জেমস রাজা সর্ব্বগুণালস্কৃত ও বীর্য্যবান ছিলেন, তিনি ধনবস্তুদিগের অতিরিক্ত ক্ষমতা হ্রাস করিয়া প্রজাদিগকে সুসভ্য করিবার মানস করিয়াছিলেন, কিন্তু ১৪৩৭ সালে কয়েক জন প্রধান তাহাকে বধ করেন । চতুর্থ জেম্স, মার্গেরেট নাম সপ্তম হেনরীর কন্যকে বিবাহ করিয়াছিলেন, তাহাতে তদ্বংশীয়েরা ইংলণ্ডের সিংহাসনাধিকারী হওয়াতে দুই রাজ্য একত্রিত