পাতা:ইতিহাস-সার.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S ८ २ ইতিহাস-সার। হয়, জেম্স রাজ। ফুডেনের যুদ্ধে ১৫১৩ খৃষ্টাব্দে হত হন । ද র্তাহার পুত্র পঞ্চম জেম্‌স ত্রয়োদশ বৎসর বয়ঃ ক্রমকালে রাজদণ্ড ধারণ করেন। র্তাহার প্রতি সৈন্যগণের বিশ্বাস মাত্র ছিল না, সুতরাং বিপদকালে তাহার। র্তাহীকে পরিত্যাগ করে । এই দুঃখে একত্রিশ বৎসর বয়সে তিনি অনাহারে প্রাণত্যাগ করেন । মেরী পঞ্চম জেমসের কন্য, তিনি পরম সুন্দরী ও গুণবতী ছিলেন । কিন্তু সৌন্দর্য্য বা গুণ মুখের কারণ হয় না । ঐ রাজ্যের অধিক লোক প্রটেষ্টান্ট মতাবলম্বী ছিল, মেরী ঐ মত অবলম্বন না করিয়া কাথলিক মতে অত্যন্ত ভক্তি করিতেন, ইহাতেই তিনি অনেকের অপ্রিয় হইয়া উঠিলেন। অতঃপর তাহার মনে মনে জুtশঙ্ক। হইল, প্রজারা উহাকে বিনাশ করিবে । এই তয়ে তিনি ইংলণ্ডে পলায়ন করিয়| ইং লণ্ডেশ্বরী এলিজেবেথের শরণ লইলেন । কিন্তু এলিজেবেথ তাহকে তাষ্টাদশ বৎসর কারারুদ্ধ রাখিয়া অবশেষে বিনাশ করাইলেন । মেরীর পুত্র ষষ্ঠ জেম্স মাতার উত্তরাধিকারী স্বরূপ স্কটলণ্ডের রাজা হইয়াছিলেন, এবং এলিজেবেথের মৃত্যুর পর তিনি প্রথম জেম্স নাম গ্রহণপূর্ব্বক, ১৬০৩ অব্দে ইংলণ্ডের সিহঁইসেনারোহণ করেন । তদবধি