পাতা:ইতিহাস-সার.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার। 〉 c ○ ইংলণ্ড ও স্কটলণ্ডে এক রাজ্য হইয়াছে । ইতিমধ্যে স্কটলগু দেশীয় লোক্লের রাজবিদ্রোহী হইয়াছিল, এবং ষ্টয়ার্টদিগের পক্ষ হইয়। অনেক যুদ্ধাদি কন্নুয়াছিল, কিন্তু ইংণ্ডের অধীন হইয় অবধি ঐ রাজ্যে আর কোন উপদ্রব করে নাই । আয়লণ্ড । সেলট জাতীয়ের আয়ল%গুর আদিপুরুষ । তাহ।দিগের ভিন্ন ভিন্ন অনেক সম্প্রদায় ছিল, এবং এক এক সম্প্রদায়ের এক এক জন রাজা ছিলেন । ইহার নিয়ত বিবাদ করিতেন, ত{হাতে সমস্ত দেশ সর্ব্ব দ। অস্থির থাকিত । আয়র লণ্ডের প্রাচীন লোকের অন্যান্য সেলট জাতীয়দিগের ন্যায়, দ্রুইদদিগকে অত্যন্ত ভক্তি করিত। পরে, ৫৫০ খৃষ্টাব্দে, পাত্রিক নামক এক জন খৃষ্টধর্ম্মোপদেশক ঐ দেশে অসিয়া তদেশীয় লোকদিগকে খৃষ্টমন্ত্রে দীক্ষিত করিতে আরম্ভ করিলেন, তাহাতে তাহার। ক্রমশঃ সভ্য হইতে লাগিল । পাত্রিকের অনেক বয়স হইয়াছিল । তিনি পঞ্চস্থ প্রাপ্ত হইলে ডোনে তাহার সমাধি হয় । আয়লণ্ড পুর্ব্বে স্বাধীনভাবে ছিল । পরে দ্বিতীয়