পাতা:ইতিহাস-সার.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> & 8 ইতিহাস-সার । হেনরীর রাজত্বকালে ইংলণ্ডীয়েরা ঐ দেশ জয় করিলে তাহা ইংলণ্ডের অধীন হইল, তদবধি ঐ দেশের বিবরণ ইংলণ্ড দেশের বিবরণের সহিত মিশ্রিত । ১৮• • খৃষ্টাব্দে ঐ দেশের মহাসভা ইং লণ্ডের মহাসভার সহিত একত্রীকত হয় । এই দেশের অধিকাংশ মৃত্তিক অতি আদ্র । বোধ হয় ঐ স্থানে পুর্ব্বে বন ছিল, কেনন। তাহার মধে। বড় বড় বৃক্ষ ও পশ্বাদির অস্থি পাওয়া গিয়া থাকে । এই মৃত্তিকাতে এক প্রকার তৃণ জন্মে, তাহাতে জ্বালন হয় । আয়লণ্ডের দক্ষিণ-পশ্চিম কোণে কিলানি নামক যে সকল ঝিল আছে, তাহী অতি মনোহর । এই ঝিলকে ইংলণ্ড ও স্কটলণ্ডের ঝিলের সহিত তুলন। করা যায়। ঝিলের পাহাড় অতি উচ্চ ও বনে আচ্ছ।দি ত, ঝিলের মধ্যে ২ ক্ষুদ্র ২ অনেক উদ্যান আছে । গোলআলু আয়লণ্ড দেশীয় লোকের প্রধান আহরীয় দ্রব্য । ইহা কেবল ১৫ ও বৎসর প্রকাশ হইয়াছে । ইহ ভিন্ন এই দেশের উৎপাদিত দ্রব্যের মধ্যে বস্ত্রই প্রধান । অষ্টম হেনরীর রাজত্বকাল অবধি তাহ। উত্তমরূপ প্রস্তুত হইতে আরম্ভ হইয়াছে । বস্ত্র বানাইবার দ্রব্যাদি ঐ দ্বীপেই জন্মে । জায়লগু অনেককাল অস্থিরাবস্থায় ছিল, কিন্তু এই