পাতা:ইতিহাস-সার.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার। У в Ф ফান্সদেশ আক্রমণার্থ আসিয়াছিল। কিন্তু চারলস মার্টেল নামে ফরাশী সেনাপতি তাহাদিগকে সম্পূর্ণভাবে পরাজয় করিলেন । তৎপরে উঁাহার পুত্র পিপিন তথাকার রাজা হইলেন । তিনি অত্যন্ত খর্ব্বাকার ছিলেন, এজন্য লোকের তাহাকে খর্ব্ব পিপিন বলিতেন । পিপিনের পুত্রের নাম সারলমেন, র্তাহার তার এক নাম চারল স । তিনি দীৰ্ঘে ৪% হস্ত এবং অতি পরাক্রমশালী ও দিগ বিজয়ী ছিলেন, এই জন্য র্তাহার মহাবীর উপাধি হইয়াছিল । তিনি নিয়ত সংগ্রামে মত্ত থাকিতেন, এবং জর্ম্মণী দেশের স্যাকসন ও অন্য২ জাতীয় লোককে পরাস্ত করিয়া আপনার অধীন করিয়াছিলেন । তদ্ভিন্ন তিনি স্পেন ও ইটালীতে অনেক স্থান জয় করিয়াছিলেন । অবশেষে ফান্স, জর্ম্মণী ও অন্য২ দেশে রাজা হইয়া, তিনি পশ্চিম রাজ্যের সম্রাট বলিয়া খ্যাত হইয়াছিলেন । সারলমেন অত্যন্ত ৰুদ্ধ হইয়। ৮১৪ খৃষ্টাব্দে পরলোক গমন করেন । সারলমেনের পরে লেডী চারলুস, তোতলা-লুইস, স্কুল-চারলস, সরল-চারলস, বিদেশীয়-লুইস, ও হিউকাপেট প্রভূতি কয়েকজন রাজ হইয়াছিলেন, ইহাদিগের কোন কীর্ত্তি দেখা যায় না । নবম শতাব্দীতে নামেন অর্থাৎ উত্তরাঞ্চলবাসীয়া