পাতা:ইতিহাস-সার.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У У г. ইতিহাস-সার । টাব্রোহণে নগর ভ্রমণ করিতে বাহির হইয়াছিলেন । র্তাহার সঙ্গে সাতজন অমাত্য অশ্বারোহণে গমন করিতেছিলেন । পথিমধ্যে একস্থানে কতকগুল গড়ি একত্র হইয়া পথ বদ্ধ হইয়াছিল, তাহাতে রাজসারথি শকট চালাইতে অক্ষম হইয়া অশ্ব থামাইল । রাজ শকট হইতে অবরোহণ করিবার উপক্রম করিলেন ; তৎকালে রেবেলক নামে এক ব্যক্তি তথায় দণ্ডায়. মান ছিল, রাজ যেমন শকট হইতে অবরোহণ করিতেছিলেন, ঐ ব্যক্তি বস্ত্রের ভিতর হইতে একখান তীক্ষুধার অন্ত্র বাহির করিয়া উহাকে বধ করিল। হেনরীর মৃত্যুর পর তদীয় পুত্র, ত্রয়োদশ লুইস, সিংহাসন আরোহণ করেন । র্তাহার রাজত্বকালে রিচিলো নামে এক লোভী পুরোহিত সকল রাজকর্ম্ম চালাইতেন। তিনি সস্তুস্তি লোকদিগের পরাক্রম খর্ব্ব করিয়া ফরাশী রাজাদিগকে স্বেচ্ছাচারী করিয়াছিলেন ত্রয়োদশ লুইসের পরে চতুর্দশ লুইস রাজা হন । তিনি পঞ্চম বর্ষ বয়ঃক্রমে রাজ্যাভিষিক্ত হইয়া অসুমি ৭২ বৎসর রাজত্ব করেন । তিনি অত্যন্ত অহঙ্কার ও দাম্ভিক ছিলেন, এবং সর্ব্বদা মুদ্ধ বিগ্রহ লইয়া থাকি তেন । র্তাহার রাজ্যরিস্তুের প্রথমাবস্থায় ফরাশীর অনেক ভারিখ যুদ্ধে জয়ী হইয়াছিল। কিন্তু ভঁাহার শেষাবস্থাতে ইংলণ্ডের অন্তঃপাতি মরলবরার ডিউক