পাতা:ইতিহাস-সার.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ソソ R ইতিহাস-সার । সুন্দরী ও গুণবতী ছিলেন, কিন্তু তিনি প্রজাগণের প্রিয় হইতে পারেন নাই। এই রাজা ও রাণী রাজ্য গ্রহণ করিলে আস্ত্রিয়া দেশে রাজ্যবিপ্লব আরম্ভ হইল, তাহাতে আমেরিকার সংযোজিত রাজ্য সকল স্বাধীন হইল এবং তাঁহাতে সাধারণ রাজ্য আরম্ভ"হইল। ইহা দেখিয়া ফরাশীরা এই বিবেচনা করিতে লাগিল যে এক-নায়ক রাজতন্ত্র অপেক্ষা সাধারণ রাজতন্ত্রের নিয়ম অনেক উত্তম । অতঃপর, ১৭৮৯ অব্দে, ফান্স দেশে রাজ্যবিপ্লব আরম্ভ হইয়া, অনেক রক্তস্রাবের পর, ১৭৯৩ সালের ২১ জানুয়ারিতে প্রজার রাজার মস্তক ছেদন করিল। তাহার কয়েক মাস পরে রাণীরও ঐ দশ ঘটিল। ইহার পর অনেক গুলিন অতি কদর্য্য রাজা হইয়ছিলেন, তাহারা এক এক দিন অসঙ্খ্য মহাপ্রাণী বধ করিতেন, এবং আপনারাও ঐ রূপে এক দিন হত হইতেন । এই সময়ের রাজশাসনকে ফরাশীর সাধারণ রাজতন্ত্র বলিয়া ব্যাখ্যা করিয়াছে । এই সময়ে আক্সিয়া, প্রসিয়া, রুসিয়া, ইংলণ্ড, হলগু, ও স্পেন, দেশীয় লোকের ফরাশীদিগের বিরুদ্ধে অস্ত্র ধারণ করিয়াছিল । তাহাতে ফরাশীরা দশ লক্ষ সৈন্য সংগ্রহ করিয়া তাহাদিগের সঙ্গে যুদ্ধে প্রৱর্ত্ত হইল । নেপোলিয়ন বোনাপার্ট নামে ফরাশীদিগের এক