পাতা:ইতিহাস-সার.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y S 8 ইতিহাস-সার। দিগের অত্যন্ত ক্লেশ হওয়াতে, তাহারা ঐ স্থান পরিত্যাগ করিয়া আসিল, কিন্তু পোলণ্ডের সীমায় উত্তীর্ণ না হইতে হইতেই রুশের পশ্চাৎই আসিয় তাহtদিগের চারি ভাগ সৈন্যের তিন তাগ বিনাশ করিল । অতঃপর ১৮১৫ সালের ১৮ জুন তারিখে ওয়াটরলু নামক স্থানে আর এক ঘোরতর যুদ্ধ হয়, এই যুদ্ধ বোনাপার্টের শেষ যুদ্ধ, ইহাতে তিনি সম্পূর্ণরূপে পরাস্ত হন । তৎপরে ফরাশীরা তঁহাকে সেন্ট হেলেনা দ্বীপে পঠাইয়া বোরবণ গোষ্ঠীয় এক ব্যক্তিকে রাজসিংহাসন প্রদান করে । ঐ রাজার নাম অষ্টাদশ লুইস –১৮২৪ সালে র্তাহার মৃত্যুর পর, তাহার ভ্রাতা দশম চারলস নাম ধারণ পুর্ব্বক সিংহাসনারোহণ করেন । ১৮৩e* সালে আর এক রাজ্যবিপ্লব হইয়াছিল, তাহাতে লুইস ফিলিপ রাজ হইয়। ১৮৪৮ সালের ফিব্রুয়ারী মাস পর্য্যস্ত রাজত্ব করেন । তাহার পর সধারণ রাজতন্ত্র পুনঃস্থাপিত হওয়াতে, লুইস ফিলিপ ইংলণ্ডে পলায়ন করেন, এবং লুইস নেপোলিয়ান সাধারণের কর্ম্মকর্ত্ত হইয়া, ১৮৫২ সালের শেষে আপনি সম্রাট নাম ধারণ করেন । তিনি এখন পর্য্যন্ত রাজ্যশাসন করিতেছেন। লুইস ফিলিপ ১৮৫২ সালে ইংলণ্ডে পরলোক গমন করেন ।