পাতা:ইতিহাস-সার.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮟ~ ইতিহাস-সার । জরীস । ইংরাজী ধর্ম্মপুস্তকে তাহাকে দরায়ুস বfলয়। বর্ণন করিয়াছেন । সাইরাস নামে পরিস দেশের প্রথম রাজা ডাহার কন্যাকে বিবাহ করেন, অতএব উাহার লোকান্তর গমনের পর তিনি ঐ রাজ্যের অধীশ্বর হইয়া, ইহাতে পারস ও মিদীয় দুই জাতিকে এক করেন । - দ্বিতীয় রাজ্যের নাম বেবিলন । বেলিসিস এই রাজ্যের প্রথম রাজা ছিলেন । র্তাহার আর এক নাম BBBBB S BB BSZSB BD DBBB BBBBBBBBBB কোন কীর্ত্তি ইতিহাসে পাওয়া যায় না । ঈশ্বর ধন নামে নিনবার রাজা বেবিলন অধিকার করি য়। অপেন রাজ্যভূক্ত করিয়াছিলেন, কিন্তু পরে তাহ পুনর্ব্বার স্বাধীন হয় । তৃতীয় রাজ্যের নাম নিনবা । কথিত আছে তিগলtথ ফিলিজর এই রাজ্যের প্রথম রাজা ছিলেন । তিনি সাইরিয়া ও পালেস্তাই ন জয় করিয়াছিলেন, এবং তাহার পুত্র সলমানেশ্বর ইজরেলের রাজ্য ধ্বংস করিয়া তত্রতা লোক সকলকে বন্দীবেশে লইয়া যান । সনাকরিব নামে নিনবার তৃতীয় রাজা পালেস্তাইন রাজ্য পুনর্ব্বার আক্রমণ করিয়া, মনে মনে ভাবিয়াছিলেন, জুদ রাজ্য একেবারে ধ্বংস করি ৯ বেন, কিন্তু অকস্মাৎ দৈবকর্তৃক একরাত্রে উহার তাবৎ