পাতা:ইতিহাস-সার.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার । A 3 R জরলগু দেশ প্রায় স্বাধীনভাৰে ছিল। পরে ফুীষ্মদেশের রাজবিপ্লব কলে তাহ বিজিত হইল। তৎপরে তাহ পুনর্ব্বার স্বাধীন হইয়াছে, কিন্তু চতুর্দিকস্থ রাজাদিগের ভয়ে সতত প্রকম্পিত । সুইজারলণ্ড ২২ জিলায় বিভক্ত। এই সকল জিলার ঐক্যভাব আছে এবং শত্রুর আগমনে সকল জিলার লোকেরা পরস্পর রক্ষা করিয়া থাকে। সাধারণ সভাতে প্রত্যেক জিলা হইতে এক এক জন প্রতিনিধি প্রেরিত হইয়া থাকে। সকল জিলার ব্যবস্থা এক প্রকার নহে। কোন কোন জিলার কুলীনদিগের অধিক প্রভূত্ত্ব আছে । সামান্যতঃ সুইজারলগু দেশে ভাল বিচার হইয়। থাকে, এবং লোকের পরিশ্রমী এবং উত্তমরূপে বিদ্যা শিক্ষা করে । নয় জিলায় কাথলিক ধর্ম্ম প্রচলিত, এবং সাত জিলায় প্রটেষ্টান্ট মত চলিয়া থাকে । সুইজারলণ্ডের মধ্যে দুই পর্ব্বতশ্রেণী প্রধান । এক শ্রেণীর নাম জুরা, তাহা দক্ষিণ পশ্চিম ইইতে উত্তর পুর্ব্বে গিয়াছে। দ্বিতীয় শ্রেণীর নাম আলপস, তাহা আরো অধিক বিস্তৃত এবং জুরা পর্ব্বতের ন্যায় দক্ষিণ পশ্চিম হইতে উত্তর পুর্ব্বে চলিয়া গিয়াছে । এই দুই পর্ব্বতে দেশের অধিকাংশ আচ্ছাদিত করিয়া রাখিয়াছে । পর্ব্বত-শৃঙ্গ তুষারে আৱত থাকে, এবং