পাতা:ইতিহাস-সার.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ソマ R ইতিহাস-সার। হইতে লাগিল, বড়২ অট্টালিকা সকল ভগ্নদশা প্রাপ্ত হইল, লোকেরা অসভ্য দেশীয় লোকের সঙ্গে মিলিয়া অসভ্যবৎ হইতে লাগিল, তাহাদিগের ভাষাও ক্রমে পরিবর্তিত হইল । পুর্ব্বে লাটিন ভাষাতে কথোপকথন চলিত, অসত্যগণের আগমনে তাহীদের তাষ৷ ঐ ভাষার সহিত মিশ্রিত হইয় এক প্রকার লু ভন ভাষা হইয়া উঠিল। এই মিশ্রিত ভাষার নাম ইটালী তাষ । ক্রমে রূমরাজ্যের সকল চিজু উঠিয়া গেল । অনেক কাল পর্য্যন্ত পোপদিগের কেবল ধর্ম্মবিষয়ে আধিপত্য ছিল, কিন্তু ৭৩১ খৃষ্টাব্দে তৃতীয় গ্রীগরী ঐ পদ প্রাপ্ত হইয়। গ্রীক-সম্রাটের সহিত বিপক্ষত করিয়া রাজকীয় বিষয়ে হস্তক্ষেপ আরম্ভ করিলেন । তদবধি পোপদিগের পরাক্রম ক্রমশঃ বৃদ্ধি হইয়। ৭৬০ তাদে ভাহাদিগের অসীম রাজ্য ও অসঙ্খ্য অর্থ হইল । এই কালে ইউরোপ, আসিয়া ও আফ্রিকার লোকের নিতান্ত মুখ ছিল। যদিও পোপের রাজার ন্যায় রাজ্যশাসন করিতে লাগিলেন, তথাপি তাহাদিগের জ্ঞানেদয় হইল না, তাহারা মুখভাবে রহিল । অতঃপর ১৫১৭ খৃষ্টাব্দে মাটি নলুথর কর্তৃক ধর্ম্মসংস্কার আরম্ভ হইল । তাহাতে খৃষ্টানকুল একেবারে পোপদিগের অবাধ্য হইল। সুতরাং পোপদিগের আর ক্ষমত রহিল ন! । -