পাতা:ইতিহাস-সার.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার । > く守 ১৮০৯ সালে ভাহার বোনাপাটের সহিত সংগ্রামে প্ররক্ত হইয়াছিল। তৎকালে তাহাদিগের অনেক সুশিক্ষিত সেন এবং দক্ষ সেনাপতি ছিল, কিন্তু বোনাপার্ট তাহাদিগকে কয়েক যুদ্ধে পরাভূত করিলেন । তৎপরে বায়েনাতে গমন পুর্ব্বক সম্রাটের সহিত সন্ধি করিয়া ভঁাহার অনেক রাজ্য হরণ করিলেন । অনন্তর এই সকল রাজ্য প্রত্যর্গিত হইল, তাহতে ইউরোপের মধ্যে এইক্ষণে ষে পঞ্চ রাজ্য প্রবল, আস্ত্রিয়। তন্মধ্যে গণনীয় হইল । ইউরোপে যে পঞ্চ রাজা প্রবল তাহার নাম ইংলণ্ড, ট্রান্স, আস্ত্রিয়, রূমিয়া, ও পুসিয়। হঙ্গী অতি বিস্তৃত দেশ, ভষ্মধ্যে কয়েক প্রদেশ আছে । ইহার রাজধানী বুড়া, এই নগর অতি উত্তম, এবং ডেনুব নদীর ধারে । হুঙ্গরীতে ভিন্ন ২ দ্বাদশ জাতীয় লোক বাস করে এজন্য এই দেশ ইউরোপের আদর্শ বলিয়া গণ্য । এই দেশের সাধারণ কর্ম্ম লাটিন ভাষাতে সমাধা হয় । এই দেশের প্রাচীন লোকের অতি ভয়ানক ছিল । বোধ হয় ইহার। আসিয়k মহাদ্বীপ হইতে আলতাই পর্ব্বত পার হইয়া ইউরোপে আসিয়াছিল । তাতার দেশীয় s জাতীয়ের তুর্ক নামে খ্যাত, এবং যাহার সরাসন সাম্রাজ্য ধ্বংস করিয়া তুক রাজ্য স্থাপন