পাতা:ইতিহাস-সার.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> Rbア ইতিহাস-সার। করে, সম্ভবতঃ তাহারাই এই সকল লোক বা তাহ দের সদৃশ । , হঙ্গরী-দেশে অনেক যুদ্ধ হইয়া গিয়াছে। ১০৩৮ সালে, ষ্টিফনের পূর্ব্বে এই দেশীয় শাসনকর্ত্তাদিগের রাজ খ্যাতি ছিল না । ১৫৬৩ সালে ইঙ্গরী, আস্ত্রিয় রাজ্য সভূক্ত হয় । ১৮৪৯ সালে এতদেশীয় লোকের রাজবিদ্রোহ আরম্ভ করে, কিন্তু তাহাতে কতকার্য্য হইতে পারে নাই ! এইক্ষণে এই দেশ আস্ত্রিয়ার অধীন । বোহেমিয়া দেশ পর্ব্বতে বেষ্টিত এবং তথায় প্রায় চল্লিশ লক্ষ লোক বাস করে । এই স্থানে রূপ, দস্তা, ও অন্য বহুমূল্য প্রস্তরের খনি আছে। সম্প্রতি এই স্থানে যে সকল লোক বাস করে তাহীদের মধ্যে অনেক ধিয়ুদি। অনেক জিপসীও এই খানে বাস করে খৃষ্টের ৬০ • বৎসর পূর্ব্বে আসিয়া চইতে সেল্ট জাতীয়ের এক গোষ্ঠী এই স্থানে আসিয়া বাস করে, তাহাদিগের নাম হইতে এই দেশের নাম উৎপত্তি হইয়াছে, ১৫২৬ খৃঃ অবধি এই দেশ আন্ত্রিয়ার অধীন হইয়াছে ।