পাতা:ইতিহাস-সার.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার । 〉 R 。 পুসিয়া । বোরসি নামে এক জাতি পুর্ব্বে এই দেশে বাস করত, তাহাদিগের নাম হইতে এই দেশের পুসিয়। নাম হইয়াছে। তৎকালে এই দেশের শাসন কর্ত্তাদিগের ডিউক উপাধি ছিল । পরে ১৭০১ খৃষ্টাব্দ অবধি এই দেশে রাজ-শাসন আরম্ভ হইয়াছে । ১৭১৩ অব্দে ক্ষে দরিক উইলিয়ম নামে এক রাজা হন, তিনি দীর্ঘ দীর্ঘ লোক বাছিয়। এক দল দেহরক্ষক সেন রাখিয়াছিলেন, ত{হার সকলেই ৪০ হস্ত উৰ্দ্ধ ছিল । কোন রাজার এতদ্রুপ দীর্ঘাকার দেহরক্ষক নাই বলিয়া তিনি মনে মনে বড় অহঙ্কার করিতেন । র্তাহার মৃত্যুর পর তৎপুত্র ক্ষুেদরিক রাজা হইয়৷ অনেক অর্থ প্রাপ্ত এবং ষাইট সহস্ৰ সৈন্যের কর্ত্ত। হইয়াছিলেন । ১৭৫৬ সালে আন্ত্রিয় রূসিয়া ও ফুন্সি দেশীয়ের সংযোজিত হইয় পুসিয়ার রাজার সহিত সংগ্রামীরস্ত করিয়াছিল। এই সংগ্রাম সপ্তবৰ্ষীয় সংগ্রাম বলিয়া বর্ণিত হইয়াছে । ुछ्झ८डङ्ग পর স্যাকসনী ও সুইডনের লোকেরা শক্রপক্ষে মিলিল । কেবল ব্লটনের পুলিয়া রাজার পক্ষ রহিল । এক সময়ে