পাতা:ইতিহাস-সার.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার । ১ ৩৫ করিবে না । কোন লোক অন্য ধর্ম্ম অবলম্বন করিয়াছে কিম্বা করিবে এমন বুঝিতে পারিলে, তাহাকে প্রথমে শীতল অন্ধকার কারাগারে রুদ্ধ করিয়া রাথিত, তাহার পর তাহাকে বিচারকর্তাদিগের সম্মুখে আনয়ন করা ষাইত । বিচারকর্তারা লম্বী জামাতে সর্ব্বাঙ্গ আচ্ছাদন করিয়া চটের টুপী মস্তকে দিয়া বিচারাসনে বসিতেন । যদি অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকার নী করিত তাহ হইলে ভাহাদিগকে ননি। প্রকার যন্ত্রণ দিয়া অগ্নিতে দাহন করিবার আজ্ঞা হইত। আজ্ঞ; হইলে পর তাহাদিগকে বক্রুিশিখা-চিত্রিত বক্স পরিধান করাইয়৷ ধুমধামে ৰধস্থানে লইয়া যাইত, তথায় এক২ জনকে এক২ খোটাতে লোহ শ্বস্থলদ্বারা বন্ধন করিয়া অপানলে দগ্ধ করিত। এই প্রকার ত্রিশ চল্লিশ সহস্র মনুষ্য নষ্ট হয়, তাছার পর ঐ বিচারালয় উঠিয়া যায়। এই বিচারালয়ের নামোল্লেখ হইলেই ফডিনাণ্ড ও ইসেবেলার প্রতি অত্যন্ত ঘূণা জন্মে। কিন্তু ঐ রাজা ও রাণীর উদ্যোগে খৃষ্টফর কলঙ্কস আমেরিকা মহাদ্বীপ, প্রকাশ করেন, ইহাই তাহদিগের গৌরবের স্থল। - স্পেন দেশীয়ের আমেরিকার মধ্যে অনেক স্থান জয় করিয়াছিল, তাহাতে ঐ দেশ অত্যন্ত ধনাঢ্য হয়। ইউরোপের আর কোন দেশ তক্রপ ধনাঢ্য হইতে