পাতা:ইতিহাস-সার.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Nうbr ইতিহাস-সার। আর এক বহর আফিকার পশ্চিম-তট দিয়া ভারতসমুদ্র পার হইয়া ভারতবর্ষে উপস্থিত হইল । কিছুকাল পরে পর্তুগিস নাবিকেরা আসিয়াতে রাজ্য স্থাপন করিল, এবং সমুদ্রের পশ্চিম তটস্থ তারতবর্ষস্থ সকল স্থান পরাজয় করিয়া, মালাক এবং মালাকাস অধিকার করিল । ইহা ভিন্ন সীলন বা লঙ্ক। দ্বীপ করস্থ করিল। এবং গোয় দ্বীপে বসবাস করিতে লাগিল। দক্ষিণ আমেরিকাতেও তাহারা অনেক ভারি বাসস্থান করিল, এবং ব্রেজিল নামে বৃহদেশও তাহদের হস্তগত হইল। কিন্তু কালক্রমে অনেক স্থান তাহাদের হস্তছাড়া হইয়। গিয়াছে। এইক্ষণে পর্তুগাল অতি সামান্য ও জঘন্য দেশের মধ্যে গণনীয় । ১৭৫৫ অব্দে লিসবন নগরে একটা অতি ভয়ানক ভূমিকম্প হইয়াছিল, তাহাতে সমুদায় নগর প্রকম্পিত হইয়। বড় বড় অট্টালিকা ধর্ম্মালয়, ও রাজালয় সকল একেবারে ভূমিসাৎ হইল, এবং নগরের স্থানে স্থানে দহ পড়িয় শতই গৃহাদি তাহার গর্ভে প্রবেশ করিল। ভূমিকম্প-কালে সমুদ্রের জল বহুদূরে নিঃসৃত হইয়া গিয়াছিল, তাহার পর ঐ জ্বল একেবারে আসিয়া নগর প্লাবিত করিল । এই ਬੋਜਿਤ অস্থান দশ সহস্ৰ লোক नके हञ्च । ১৮৪৭ সালে, ফরাসির এই দেশ আক্রমণ করিয়া