পাতা:ইতিহাস-সার.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ 8 c ইতিহাস-সার । পর্তুগালের ভূমি উর্ব্বর বটে, কিন্তু কৃষি কর্ম্মের তাদৃক আলোচনা নাই, লোকেরাও তাছা ভাল কুর ন। গহম ও বাজারা কলাই অধিকতর এবং শণও কিছুই বপন হইয়া থাকে । আর আর দ্রব্য অন্য দেশ হইতে আমদানী হয় । কেবল মদ্যই এই দেশের প্রধান উৎপাদিত দ্রব্য বলা যাইতে পারে । হলণ্ড ও বেলজিয়ম। পূর্ব্বে এই দুই দেশ এক ছিল। তাহার নাম নিদরলগু । ইহার উত্তর ও পশ্চিমে, উত্তর সমুদ্র, পূর্ব্বে জর্ম্মনী, ও দক্ষিণে ফুন্সি। এই দেশ পূর্ব্বে রূমরাজ্যের অধীন ছিল, তাহার পর জর্মনীর অধীন হইয়াছিল, এইক্ষণে স্পেনের অধীন। ১৫৮১ খৃষ্টাব্দে, এই দেশান্তর্গত সাত প্রদেশস্ত লোক ফিলিপের বিরুদ্ধাচারী হইয়া হলগু নামে এক সাধারণ রাজ্য স্থাপন করে । ইহুদিগের নাম ডচ বা ওলন্দাজ। সতর শতাব্দীষ্ঠে তাহাদিগের জলপথে অভ্যন্ত পরাক্রম হইয়াছিল, এমন কি তাহারা ইংলগুীয় বহরের সহিত যুদ্ধ করিতে চাহিত, কখন কখন ইংলণ্ডীয় লোকদিগকে পরাভব করিত । হলগু দেশে একবার অত্যন্ত ভাঞ্জন হইয়াছিল,